Advertisement
২১ ডিসেম্বর ২০২৫
forbidden

এই সব জায়গায় পা রাখাই যাবে না, কেন জানেন?

ইংল্যান্ডের রানির ঘরে যাওয়া যায় না।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ১৭:৩৭
Share: Save:
০১ ১৩
পৃথিবীতে এমন বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে চাইলেও যাওয়া যায় না। লন্ডনের রানির ঘর কিংবা আমেরিকায় কোকা কোলার রেসিপি ভল্ট, এগুলিতে কিন্তু যাওয়া যায় না।

পৃথিবীতে এমন বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে চাইলেও যাওয়া যায় না। লন্ডনের রানির ঘর কিংবা আমেরিকায় কোকা কোলার রেসিপি ভল্ট, এগুলিতে কিন্তু যাওয়া যায় না।

০২ ১৩
ব্রাজিলের সাও পাওলোর স্নেক আইল্যান্ড: ৯৩ মাইলজুড়ে বিস্তৃত এই দ্বীপের প্রায় ১০ বর্গফুটে রয়েছে এক থেকে পাঁচটি সাপ। এই দ্বীপে যে সাধারণের প্রবেশ নিষেধ থাকবে, তা বলাই বাহুল্য।

ব্রাজিলের সাও পাওলোর স্নেক আইল্যান্ড: ৯৩ মাইলজুড়ে বিস্তৃত এই দ্বীপের প্রায় ১০ বর্গফুটে রয়েছে এক থেকে পাঁচটি সাপ। এই দ্বীপে যে সাধারণের প্রবেশ নিষেধ থাকবে, তা বলাই বাহুল্য।

০৩ ১৩
আমেরিকার বোহেমিয়ার গ্রোভ: মন্টে রিও ২৭০০ একরের এই ক্যাম্পগ্রাউন্ড শুধুমাত্র জুলাইয়ে মার্কিন রাষ্ট্রপতি ও প্রশাসনের সদস্যরা আসেন এই মাঠে। মনে করা হয়, ১৯৪২ সালের ম্যানহাটন প্রকল্পের আলোচনা হয়েছিল এখানে। সাধারণের প্রবেশ নিষেধ।

আমেরিকার বোহেমিয়ার গ্রোভ: মন্টে রিও ২৭০০ একরের এই ক্যাম্পগ্রাউন্ড শুধুমাত্র জুলাইয়ে মার্কিন রাষ্ট্রপতি ও প্রশাসনের সদস্যরা আসেন এই মাঠে। মনে করা হয়, ১৯৪২ সালের ম্যানহাটন প্রকল্পের আলোচনা হয়েছিল এখানে। সাধারণের প্রবেশ নিষেধ।

০৪ ১৩
ভ্যাটিকান সিটির সিক্রেট আর্কাইভ: ভ্যাটিকানের ভল্টে রাখা রয়েছে বেশ কিছু গুপ্ত জিনিস। উচ্চপর্যায়ের গবেষকদের ক্ষেত্রে ‘হাই প্রোফাইল’ অনুমতি থাকলে তবেই মেলে এখানে প্রবেশ করার সুযোগ।

ভ্যাটিকান সিটির সিক্রেট আর্কাইভ: ভ্যাটিকানের ভল্টে রাখা রয়েছে বেশ কিছু গুপ্ত জিনিস। উচ্চপর্যায়ের গবেষকদের ক্ষেত্রে ‘হাই প্রোফাইল’ অনুমতি থাকলে তবেই মেলে এখানে প্রবেশ করার সুযোগ।

০৫ ১৩
কিং শি হুয়ানের সমাধিস্থল: সশস্ত্র প্রহরা রয়েছে এখানে।সাধারণের প্রবেশ নিষেধ। কেউ বলেন, সমাধিস্থলে রয়েছে পারদের সমাহার, যা ক্ষতিকারক। কেউ বলেন, সমাধিস্থ করা হয়নি নাকি কিছু মৃতদেহ।

কিং শি হুয়ানের সমাধিস্থল: সশস্ত্র প্রহরা রয়েছে এখানে।সাধারণের প্রবেশ নিষেধ। কেউ বলেন, সমাধিস্থলে রয়েছে পারদের সমাহার, যা ক্ষতিকারক। কেউ বলেন, সমাধিস্থ করা হয়নি নাকি কিছু মৃতদেহ।

০৬ ১৩
আমেরিকার নর্থ ব্রাদার আইল্যান্ড: প্রথমে ইয়েলো ফিভার, তার পর স্মল পক্স ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোগীদের জন্য বিশেষ হাসপাতাল ছিল। তার পর হাসপাতালগুলিও পরিত্যক্ত। বন্ধ করে দেওয়া হয় এই দ্বীপটি।

আমেরিকার নর্থ ব্রাদার আইল্যান্ড: প্রথমে ইয়েলো ফিভার, তার পর স্মল পক্স ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোগীদের জন্য বিশেষ হাসপাতাল ছিল। তার পর হাসপাতালগুলিও পরিত্যক্ত। বন্ধ করে দেওয়া হয় এই দ্বীপটি।

০৭ ১৩
ইতালির পোভেগ্লিয়া: ইতালির ‘মোস্ট হন্টেড প্লেস’। অশরীরীরা নাকি এখানেই থাকেন, বলা হয় এমনটাই। উনিশ শতকে মানসিক রোগীদের চিকিৎসা করা হত, এই দ্বীপে। সেখানে এক চিকিৎসক নাকি রোগীদের উপর গবেষণা করতেন! এর পরই রটনা শুরু হতে থাকে। বিশেষ অনুমতিপত্র ছাড়া প্রবেশ নিষেধ।

ইতালির পোভেগ্লিয়া: ইতালির ‘মোস্ট হন্টেড প্লেস’। অশরীরীরা নাকি এখানেই থাকেন, বলা হয় এমনটাই। উনিশ শতকে মানসিক রোগীদের চিকিৎসা করা হত, এই দ্বীপে। সেখানে এক চিকিৎসক নাকি রোগীদের উপর গবেষণা করতেন! এর পরই রটনা শুরু হতে থাকে। বিশেষ অনুমতিপত্র ছাড়া প্রবেশ নিষেধ।

০৮ ১৩
রাশিয়ার মেজ়গোরে: উরাল পর্বতের কাছে ছোট্ট শহরটি ১৯৭৯ সালে তৈরি করা হয়েছে। গোটা শহরে প্রবেশ নিষেধ। মনে করা হয়, এটি নিউক্লিয়ার মিসাইল সাইট। তাই প্রবেশ করা যায় না। দুই ব্যাটেলিয়ন সেনা প্রহরা দেয় এই শহরে। ক্রেমলিনের দাবি, এটিতে খনি রয়েছে, আর কিছু নয়।

রাশিয়ার মেজ়গোরে: উরাল পর্বতের কাছে ছোট্ট শহরটি ১৯৭৯ সালে তৈরি করা হয়েছে। গোটা শহরে প্রবেশ নিষেধ। মনে করা হয়, এটি নিউক্লিয়ার মিসাইল সাইট। তাই প্রবেশ করা যায় না। দুই ব্যাটেলিয়ন সেনা প্রহরা দেয় এই শহরে। ক্রেমলিনের দাবি, এটিতে খনি রয়েছে, আর কিছু নয়।

০৯ ১৩
হার্ড আইল্যান্ড: ম্যাডাগাস্কার ও অ্যান্টার্কটিকার মাঝে রয়েছে এটি। অস্ট্রেলিয়ার এই দ্বীপটি বরফে আবৃত। রয়েছে সিল মাছ ও পেঙ্গুইনের আনাগোনা। প্রবেশ নিষেধ এই দ্বীপে।

হার্ড আইল্যান্ড: ম্যাডাগাস্কার ও অ্যান্টার্কটিকার মাঝে রয়েছে এটি। অস্ট্রেলিয়ার এই দ্বীপটি বরফে আবৃত। রয়েছে সিল মাছ ও পেঙ্গুইনের আনাগোনা। প্রবেশ নিষেধ এই দ্বীপে।

১০ ১৩
আইসল্যান্ডের সার্ৎসে আইল্যান্ড: এই দ্বীপটি আইসল্যান্ডের উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে। এটি ইউনেস্কো ওয়ার্লড হেরিটেজ সাইট। কিন্তু অসংখ্য গাছ ও ৩৩৫টির বেশি অমেরুদণ্ডী শ্রেণির প্রাণীর সমাবেশ রয়েছে এখানে। বিজ্ঞানীদের গবেষণার জন্যই মূলত বাইরের কারও প্রবেশ নিষেধ।

আইসল্যান্ডের সার্ৎসে আইল্যান্ড: এই দ্বীপটি আইসল্যান্ডের উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে। এটি ইউনেস্কো ওয়ার্লড হেরিটেজ সাইট। কিন্তু অসংখ্য গাছ ও ৩৩৫টির বেশি অমেরুদণ্ডী শ্রেণির প্রাণীর সমাবেশ রয়েছে এখানে। বিজ্ঞানীদের গবেষণার জন্যই মূলত বাইরের কারও প্রবেশ নিষেধ।

১১ ১৩
জেরুজালেমের ডোম অব দ্য রকে যাওয়া যায় না। ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট পবিত্রতম স্থান। কিন্তু এখানকার ডোম অব দ্য মাউন্টে প্রবেশাধিকার নিয়ে বিশেষ ধর্মীয় নির্দেশিকা রয়েছে।

জেরুজালেমের ডোম অব দ্য রকে যাওয়া যায় না। ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট পবিত্রতম স্থান। কিন্তু এখানকার ডোম অব দ্য মাউন্টে প্রবেশাধিকার নিয়ে বিশেষ ধর্মীয় নির্দেশিকা রয়েছে।

১২ ১৩
রানির ঘর: লন্ডনের বাকিংহাম প্রাসাদ পর্যটকের কাছে আকর্ষণের জায়গা। তবে রানির ঘরে প্রবেশ করার কোনও অনুমতি নেই। রানি দ্বিতীয় এলিজাবেথ থাকেন এখানে।

রানির ঘর: লন্ডনের বাকিংহাম প্রাসাদ পর্যটকের কাছে আকর্ষণের জায়গা। তবে রানির ঘরে প্রবেশ করার কোনও অনুমতি নেই। রানি দ্বিতীয় এলিজাবেথ থাকেন এখানে।

১৩ ১৩
রেসিপি ভল্ট: আমেরিকার আটলান্টায় কোকা কোলার রেসিপি রাখা রয়েছে একটি ভল্টে। ৬.৬ ফুটের হাই স্টেপ ভল্ট এটি। রয়েছে সিসিটিভি ক্যামেরা, সশস্ত্র বাহিনী। বিশেষ কি প্যাড ও হ্যান্ড স্ক্যানার ছাড়া কেউ প্রবেশ করতেই পারবেন না এখানে।

রেসিপি ভল্ট: আমেরিকার আটলান্টায় কোকা কোলার রেসিপি রাখা রয়েছে একটি ভল্টে। ৬.৬ ফুটের হাই স্টেপ ভল্ট এটি। রয়েছে সিসিটিভি ক্যামেরা, সশস্ত্র বাহিনী। বিশেষ কি প্যাড ও হ্যান্ড স্ক্যানার ছাড়া কেউ প্রবেশ করতেই পারবেন না এখানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy