Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International News

বড়লোক চিনকে ঋণ দেওয়া বন্ধ করুক বিশ্বব্যাঙ্ক, বলছেন ট্রাম্প

এটা যে শুধুই প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, তা নয়। একই বক্তব্য তাঁর ট্রেজারি সচিব স্টিভেন নুচিনেরও। বৃহস্পতিবার ‘হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে’ একটি কমিটির বৈঠকে নুচিন বলেছেন, “এ ব্যাপারে আমেরিকার আপত্তির কথা বিশ্বব্যাঙ্ককে জানানো হয়েছে।’’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- রয়টার্স।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৬
Share: Save:

‘বড়লোক’ চিনকে কেন এখনও ধার দিয়ে চলেছে বিশ্বব্যাঙ্ক? টুইটারে একরাশ ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে লিখলেন, “চিনকে এখনও কেন ঋণ দিয়ে চলেছে বিশ্বব্যাঙ্ক? এটা কি চলতে পারে? নাকি চলতে দেওয়া উচিত? চিনের তো অর্থের অভাব নেই। হলেও ওরা নিজেরাই মিটিয়ে নিতে পারে। চিনকে ঋণ দেওয়া বন্ধ করুক বিশ্বব্যাঙ্ক।’’

এটা যে শুধুই প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, তা নয়। একই বক্তব্য তাঁর ট্রেজারি সচিব স্টিভেন নুচিনেরও। বৃহস্পতিবার ‘হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে’ একটি কমিটির বৈঠকে নুচিন বলেছেন, “এ ব্যাপারে আমেরিকার আপত্তির কথা বিশ্বব্যাঙ্ককে জানানো হয়েছে।’’

তিনি জানিয়েছেন, বছরের পর বছর ধরে চিনকে বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাঙ্ক যে এখনও ধার দিয়ে চলেছে, আমেরিকার তরফে তার তীব্র বিরোধিতা করা হয়েছে।

সেই প্রক্রিয়া বৃহস্পতিবার থেকে শুরুও হয়ে গিয়েছে বলে বিশ্বব্যাঙ্ক সূত্রে খবর। চিনে এ বার কমতে চলেছে বিশ্বব্যাঙ্কের ঋণের পরিমাণ।

আরও পড়ুন- রোজ ১২ কিমি পথ পেরিয়ে মেয়েদের স্কুলে নিয়ে যান বাবা, কারণ শুনে প্রশংসায় ভাসাল নেটদুনিয়ায়​

আরও পড়ুন- আমরাই জিতব, প্রত্যয়ী ট্রাম্প

চিনের জন্য বিশ্বব্যাঙ্কের কান্ট্রি ডিরেক্টর মার্টিন রেইজার বলেছেন, “আমরা যে কর্মসূচি নিয়েছি তাতে চিনের সঙ্গে আমাদের সম্পর্কের পুনর্মূল্যায়ন করা হয়েছে। চিনে ঋণ দেওয়ার জন্য প্রকল্প এ বার আমরা বেছে নেব।’’

বিশ্বব্যাঙ্কের এই পদক্ষেপও কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতে পারেনি। তিনি ও তাঁর প্রশাসন চাইছেন, চিনকে ঋণ দেওয়া একেবারেই বন্ধ করুক বিশ্বব্যাঙ্ক। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, যে অর্থ ঋণ হিসেবে বিশ্বব্যাঙ্ক এখনও চিনকে দিয়ে চলেছে, সেই অর্থে অনেক গরিব দেশ অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE