আমেরিকায় খলিস্তানি জঙ্গি প্রসঙ্গে ভারতীয় সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে গেলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অজুহাত হিসেবে তিনি জানালেন, সাংবাদিকের উচ্চারণ তিনি বুঝতে পারছেন না। পরে অবশ্য এই প্রসঙ্গে অন্য সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘অপরাধ দমনে আমরা ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি।’’
বাইডেন জমানায় আমেরিকায় খলিস্তানি জঙ্গিদের কাজকর্ম নিয়ে টানাপড়েন হয়েছে ভারত-আমেরিকা সম্পর্কে। ভারতীয় গোয়েন্দা সংস্থার এক এজেন্ট আমেরিকায় খলিস্তানি নেতা গুরপতয়ন্ত সিংহ পন্নুনকে হত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করে বাইডেন প্রশাসন।
আজ ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যৌথ সাংবাদিক বৈঠকের সময়ে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি এখনও আমেরিকায় সক্রিয় থাকবে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘‘আপনি আরও জোরে বলুন। কিছুই শুনতে পাচ্ছি না।’’ সাংবাদিক ফের একই প্রশ্ন করলে ট্রাম্প বলেন, ‘‘আপনার উচ্চারণ বুঝতে পারছি না।’’
পরে ওই বিষয়ে এক প্রশ্নের জবাবে আমেরিকান প্রেসিডেন্ট বলেন, ‘‘আমার মনে হয় বাইডেন প্রশাসনের সঙ্গে ভারতের খুব ভাল সম্পর্ক ছিল না। কিন্তু আমরা হিংসাত্মক কাজকর্মে যুক্ত এক ব্যক্তিকে (পাকিস্তানি বংশোদ্ভূত জঙ্গি তাহাউর হুসেন রানা) ভারতে ফেরত পাঠাচ্ছি। এর অর্থ আমরা অপরাধ দমনে ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)