Advertisement
১৯ মে ২০২৪

হিলারি শয়তান, আক্রমণ ট্রাম্পের

ভোটের লড়াইয়ে প্রতিপক্ষকে আক্রমণ করাই দস্তুর। মার্কিন প্রেসিডেন্টের গদি দখলের যুদ্ধে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একাধিক বার নানা দিক থেকে বিদ্ধ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে। পাল্টা দিয়েছেন হিলারিও।

সংবাদ সংস্থা
পেনসিলভেনিয়া শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ০৩:৩৮
Share: Save:

ভোটের লড়াইয়ে প্রতিপক্ষকে আক্রমণ করাই দস্তুর। মার্কিন প্রেসিডেন্টের গদি দখলের যুদ্ধে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একাধিক বার নানা দিক থেকে বিদ্ধ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে। পাল্টা দিয়েছেন হিলারিও। কিন্তু সম্প্রতি পেনসিলভেনিয়ায় মেকানিকসবার্গে একটি সভায় প্রাক্তন বিদেশসচিবকে ‘শয়তান’ বলতেও ছাড়লেন না নিউ ইয়র্কের ধনকুবের প্রার্থী ট্রাম্প।

হিলারির প্রচারে পাশে থাকায় ওই সভায় বার্নি স্যান্ডার্সকে প্রথমে আক্রমণের লক্ষ্য করেন ট্রাম্প। তিনি বলেন, স্যান্ডার্স শয়তানের সঙ্গে চুক্তি করেছেন। তার পরে বিশদে বলেন, হিলারিই সেই শয়তান! এর আগে কলোরাডোর এক সভায় স্যান্ডার্সকে সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, ভেরমন্টের এই সেনেটর শয়তানের কাছে নিজের আত্মা বেচে দিয়েছেন। কিন্তু সে বার ‘শয়তান’ কে তা সরাসরি উল্লেখ করেননি। এ বার সেই পর্দাও সরিয়ে দিয়েছেন তিনি। এমনিতেই প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-পর্বের গোড়া থেকেই বিতর্কের সঙ্গে ট্রাম্পের নামটি প্রায় সমার্থক হয়ে গিয়েছে। এর মধ্যে তিনি হিলারিকে ‘শয়তান’ বলায় সমালোচনার মাত্রা আরও বাড়বে বলেই কূটনীতিকদের অভিমত।

শুধু হিলারিকে আক্রমণ নয়, ওহায়োর কলম্বাসে এক টাউন হল আলোচনায় ট্রাম্প বলেন, তাঁর আশঙ্কা ভোটে রিগিং হতে পারে। পরে এক টিভি চ্যানেলে তিনি বলেন, ‘‘সত্যি বলছি, ভয় হচ্ছে যে এই নির্বাচনে হয়তো রিগিং হবে। ৮ নভেম্বর যেন আমরা সতর্ক থাকি। কারণ রিগিং হলে প্রাপ্য ভোট আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। রিপাবলিকানরা যেন ভাল করে নজর রাখেন।’’

ট্রাম্পের আক্রমণের সরাসরি কোনও জবাব না দিলেও হিলারি ক্লিন্টন তাঁর প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অন্য অভিযোগ এনেছেন। আর সে ব্যাপারে তিনি পাশে পেয়েছেন আর এক মার্কিন ধনকুবের এবং বিনিয়োগকারী ওয়ারেন বাফেকে। যাঁর অভিযোগ ছিল, ট্রাম্প নিজের কর রিটার্নের তথ্য প্রকাশ করতে ভয় পান। বস্তুত ওয়ারেন বাফের অভিযোগ থেকেই আক্রমণের সুর শানান হিলারি। তিনি নেব্রাস্কার ওমাহায় এক সভায় বলেন, ‘‘ট্রাম্প মার্কিন নাগরিকদের যথেষ্ট সম্মান করেন না। এ বার লুকোছাপার রাস্তা থেকে বেরিয়ে আসা উচিত রিপাবলিকান প্রার্থীর।’’ হিলারি জানান, অতীত দশকে এমন কোনও প্রেসিডেন্ট পদপ্রার্থী খুঁজে পাওয়া যাবে না, যিনি নিজের কর রিটার্ন প্রকাশ করেননি।

এই প্রসঙ্গেই হিলারি বলেছেন, ‘‘মধ্যবিত্ত চাকুরিজীবী পরিবারের পাশে দাঁড়াতে হবে আমাদের। মধ্যবিত্ত শ্রেণি সমৃদ্ধ হলেই আমেরিকা এগিয়ে যাবে।’’ বেতনবৃদ্ধির পথ না বার করে তিনি বিশ্রাম নেবেন না বলে জানান ডেমোক্র্যাট প্রার্থী। ডোনাল্ড ট্রাম্পের কনভেনশন বক্তৃতার সমালোচনায় হিলারি বলেছেন, ‘‘মনে হল উনি অন্য কোনও দেশের কথা বলেছেন। উনি ভুলে গিয়েছেন, যুদ্ধক্ষেত্রে আমাদের সেনার কথা, পুলিশ অফিসার-দমকল কর্মীদের কথা, যাঁরা নিজের জীবন বিপন্ন করে কাজ করেন, ডাক্তার-নার্স যাঁরা জীবন বাঁচান এবং শিক্ষক যাঁরা জীবন পাল্টে দেন। সেই সব ইউনিয়ন যারা রোজগেরে পরিবারের জন্য লড়াই করে ও কঠিন সময়ে যে মার্কিন নাগরিকরা একজোট হন— তাঁদের মনে রাখেননি ট্রাম্প।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hillary clinton
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE