Advertisement
২০ এপ্রিল ২০২৪
Donald Trump

মোদীর সঙ্গে ফোনালাপ

সম্প্রতি ভারত-চিন সীমান্ত সঙ্কটে মধ্যস্থতা করতে চেয়ে ট্রাম্প টুইট করলেও ভারত নীরব থেকে তাদের অনিচ্ছা বুঝিয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জুন ২০২০ ০৫:০৩
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে আমেরিকায় আসন্ন জি-৭ বৈঠকে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় মঙ্গলবার রাতে এই কথাবার্তা হয় বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর। কূটনীতিকদের মতে, চিনকে চাপে রাখতেই ভারতের প্রতি ট্রাম্পের এই দরাজ আচরণ। পরে মোদীর টুইট, “আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উষ্ণ এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। জি-৭ বৈঠক আয়োজন, কোভিড-১৯ ও অন্যান্য বিষয়ে কথা হয়েছে।”

সম্প্রতি ভারত-চিন সীমান্ত সঙ্কটে মধ্যস্থতা করতে চেয়ে ট্রাম্প টুইট করলেও ভারত নীরব থেকে তাদের অনিচ্ছা বুঝিয়েছে। বিষয়টি নিয়ে এ দিন মোদী-ট্রাম্প কথা হয়েছে কি না, তা স্পষ্ট হয়নি। আমেরিকার বিক্ষোভ নিয়ে খোঁজ নিয়েছেন মোদী।

জি-৭ জোটের শীর্ষ বৈঠক জুনে আমেরিকায় হওয়ার কথা। অতিমারির জন্য ট্রাম্প তা সেপ্টেম্বরে করতে চান। সেই সঙ্গে ভারত, রাশিয়া-সহ চারটি দেশকে আমন্ত্রণও জানাতে চান তিনি। এ জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump Narendra Modi G7 Meet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE