কদর্য ভাষায় পূর্বসূরিকে আক্রমণ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের মা-বাবা তুলে গালাগালি দিয়েই থামলেন না তিনি, তুলে আনলেন মারণ রোগের প্রসঙ্গও। ভার্জিনিয়ার মাউন্ট ভের্ননে এক অনুষ্ঠানে বাইডেনকে প্রথমে ‘খারাপ মানুষ আর অত্যন্ত বোকা’ বলে উল্লেখ করেন ট্রাম্প। তার পরে প্রাক্তন প্রেসিডেন্ট সম্পর্কে ব্যবহার করেন অত্যন্ত খারাপ শব্দবন্ধ। এখানেই না থেমে ট্রাম্প বলেন, “এখন তো বাইডেনের খুব খারাপ সময় চলছে। তাই বলে আবার ওই বদমাইশটার জন্য যেন মন খারাপ করবেন না।” ৮২ বছর বয়সি বাইডেন প্রস্টেট ক্যানসারে আক্রান্ত। কয়েক মাস আগেই চিকিৎসকেরা জানিয়েছিলেন, ক্যানসার অনেক ছড়িয়ে গিয়েছে, আর নিরাময়সম্ভব নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)