বড়দিনে ‘বড় পদক্ষেপ’ আমেরিকার। আফ্রিকা মহাদেশের দেশ নাইজেরিয়ায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)-এর ঘাঁটি লক্ষ্য করে আকাশপথে হানা দিল মার্কিন সেনা। সমাজমাধ্যমে নিজেই এই খবর জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হানাকে ‘প্রাণঘাতী’ বলে অভিহিত করেছেন তিনি। কী কারণে এই পদক্ষেপ, তা-ও ব্যাখ্যা করেছেন। এমনকি মার্কিন হানায় নিহত জঙ্গিদেরও বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
শুক্রবার ভোর সাড়ে ৪টেয় (ভারতীয় সময় অনুসারে) সমাজমাধ্যমে একটি পোস্ট করেন ট্রাম্প। ওই পোস্টে তিনি জানান, আমেরিকার সেনাবাহিনীর মুখ্য কমান্ডার (যে কোনও মার্কিন প্রেসিডেন্টই পদাধিকারবলে সেনাবাহিনীর মুখ্য কমান্ডার হন) হিসাবে তিনি উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস ঘাঁটিতে হানা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কী কারণে এই সামরিক পদক্ষেপ, তা ব্যাখ্যা করে ট্রাম্প জানান, ওই সন্ত্রাসবাদী সংগঠন নাইজেরিয়ার নিরীহ খ্রিস্টানদের খুন করছিল।
এর আগে একাধিক বার নাইজেরিয়ায় আইএস জঙ্গিদের সতর্ক করেছিলেন ট্রাম্প। তাদের নরক দেখানোরও হুঁশিয়ারি দিয়েছিলেন। সুদীর্ঘ পোস্টে সেই প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, “আমি আগেই ওই জঙ্গিদের বলেছিলাম, যদি তোমরা খ্রিস্টানদের খুন করা বন্ধ না করো, তা হলে তোমাদের মূল্য চোকাতে হবে। আর আজই হল সেই রাতটা।” আমেরিকার প্রতিরক্ষা দফতর (যার নাম বদলে ট্রাম্প এখন যুদ্ধ দফতর করেছেন) আইএস ঘাঁটি লক্ষ্য করে নিখুঁত এবং সফল ভাবে আক্রমণ শানিয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। কেবল আমেরিকাই এই কাজ পারে বলেও দাবি করেছেন তিনি।
দীর্ঘ পোস্টের শেষে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুভেচ্ছা জানিয়েছেন মৃত জঙ্গিদেরও। তিনি লিখেছেন, “ঈশ্বর আমাদের সেনাবাহিনীর মঙ্গল করুন। পবিত্র বড়দিনের শুভেচ্ছা সকলকে। মৃত সৈনিকদেরও শুভেচ্ছা।’’ আইএস জঙ্গিরা খ্রিস্টানদের খুন করা বন্ধ না-করলে এই ধরনের হানা আরও চলবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।