অসন্তোষ বদলে গেল হুমকিতে। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট মেয়র পদপ্রার্থী জ়োহরান মামদানিকে নিয়ে তোপ দেগেই চলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার তিনি বললেন, মামদানি যদি জেতেন এবং ‘পথে না আসেন’ তা হলে নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রীয় অনুদানই তিনি বন্ধ করে দেবেন। তবে ট্রাম্পের আশা, মামদানির মতো এক জন ‘নির্ভেজাল কমিউনিস্ট’ জিতে যাবেন, এটা ‘অকল্পনীয়’।
রবিবার একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প বলেন, "ধরা যাক যদি মামদানি জিতেও যান, আমি তো প্রেসিডেন্টই আছি। ওঁকে ঠিক রাস্তায় আসতেই হবে। নইলে কোনও টাকাপয়সা দেওয়া হবে না। ওঁকে ঠিক রাস্তায় আসতেই হবে। এটা নিয়ে যে আমাকে ভাবতে হচ্ছে, সেটাই অবাক করার মতো। আমি বলতাম যে, আমাদের দেশে কখনও কোনও সমাজতান্ত্রিক থাকবে না। এখন তো আমাদের এক জন কমিউনিস্ট থাকবে! মানে এক জন কমিউনিস্ট নিউ ইয়র্কের মেয়র হবেন!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)