দুর্গাপুজো বাঙালির কাছে চিরকালই এক আবেগবিহ্বল মিলনোৎসব। কিন্তু প্রবাসে থাকা বাঙালির কাছে এ যেন শুধু উৎসবই নয়, বরং এক মুঠো আনন্দের অবকাশ খুঁজে নেওয়া। পৃথিবীর প্রতিটি প্রান্তে থাকা বাঙালিরা সকলেই মেতে ওঠেন শারদ উৎসবের এই অনাবিল আনন্দে।
ওলন্দাজদের দেশ নেদারল্যান্ডস, যার রাজধানী অ্যামস্টারডাম; যেখানে মানুষের চাইতে সাইকেলের আধিক্য। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নেদারল্যান্ডসের বেশ কিছু শহরে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো। বেশ কিছু বাঙালি সংগঠন রয়েছে যারা প্রতিবছরই এই উৎসবের আয়োজন করে থাকে। ‘আলাপ’ তাদের মধ্যে অন্যতম। আমাদের প্রধান উদ্দেশ্যই হল শুভ শারদীয়ার আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়া। কিন্তু প্রবাসে আবহাওয়া, স্কুল, কলেজ, অফিস সব কিছু সামলে তবেই সকলে এই উৎসবে শামিল হতে পারেন। এ বছর তাই পুজো হবে ২৬, ২৭ এবং ২৮ সেপ্টেম্বর।
মায়ের মূর্তি এখানে সনাতনী। কুমোরটুলির এই দেবীমূর্তির পাশাপাশি থাকছে কলকাতা থেকে আনা পুজোর প্রয়োজনীয় সামগ্রী। এ বছরের মণ্ডপসজ্জার ‘থিম’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপু-দুর্গা’। ঐতিহ্য ও রীতিনীতি মেনেই থাকছে দেবীর বোধন, নবপত্রিকা স্নান, সন্ধিপুজো, নবমীর হোম, ভোগ নিবেদন, সন্ধ্যারতি, দশমীর সিঁদুর খেলা ও ধুনুচি নাচ। দেবী বন্দনার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
আসন্ন শারদীয়া উৎসবে আলাপের তৃতীয় বর্ষের এই আন্তরিক প্রচেষ্টাকে আরও উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত করতে আপনারা সকলে শামিল হোন। আলাপ-এর তরফ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সকলকে সঙ্গেনিয়ে এগিয়ে চলি, কারণ জীবনের অর্থই হল চরৈবেতি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)