Advertisement
E-Paper

খুলল আইফেল, ইউরোপ নিয়ে চিন্তায় হু

গোটা বিশ্বে সংক্রমিতের সংখ্যা ৯৬ লক্ষের কাছাকাছি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুন ২০২০ ০২:৩৬
তিন মাস পরে সর্বসাধারণের জন্য খুলে গেল প্যারিসের আইফেল টাওয়ার।—ছবি এএফপি।

তিন মাস পরে সর্বসাধারণের জন্য খুলে গেল প্যারিসের আইফেল টাওয়ার।—ছবি এএফপি।

অনেকটাই সেরে উঠছিল ইউরোপ। গত এক মাসে নতুন করে সংক্রমণ বা মৃত্যুর খবরও বেশ কম ছিল। কিন্তু এর মধ্যেই ব্রিটেনে ফের পরপর দু’দিনে যথাক্রমে ১৫৪ ও ১৪৯ জনের মৃত্যুতে ‘বিপদঘণ্টি’ বেজে উঠেছে। দৈনিক করোনা-সংক্রমণের হারও ফের হাজার ছাড়িয়েছে।

গোটা বিশ্বে সংক্রমিতের সংখ্যা ৯৬ লক্ষের কাছাকাছি। সংক্রমণের ঢেউ যে নতুন করে ইউরোপে আছড়ে পড়তে পারে, সে সতর্কবার্তা বারবার দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এ-ও বলেছে তারা, এত দিন গৃহবন্দি থাকার পরে মানুষ ক্লান্ত, বাড়ির বাইরে বেরোতে চান তাঁরা, কিন্তু এই সময়টাই সব চেয়ে বিপজ্জনক। ‘আনলক’ পর্বে সাবধান না-হলে যে মহাবিপদ, তা বারবার মনে করিয়ে দিয়েছে হু। আজও সেই কথা ফের শোনা গেল সংস্থাটির মুখে। হু-র আঞ্চলিক অধিকর্তা হান্স হেনরি ক্লাজ বলেন, ‘‘১১টি দেশে চোখে পড়ার মতো বেড়েছে সংক্রমণ।’’

বিশ্বে করোনা
মৃত ৪,৮৭,৭৬৩
আক্রান্ত ৯৬,৪৯,১৫৯
সুস্থ ৫২,৩৯,০৭০

তিন মাস পরে খুলল প্যারিসের আইফেল টাওয়ার। আর ব্রিটেনের পাবগুলো খুলে যাবে ৪ জুলাই থেকে। লোকজন এখন থেকেই ‘কাউন্টডাউন’ শুরু করেছে। অবশ্য সেখানে ঢোকার সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ফলে আইনশৃঙ্খলা কী ভাবে বজায় থাকবে, তা নিয়ে আতঙ্কে পুলিশ বাহিনী।

Eiffel Tower WHO Coronavirus Europe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy