Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Elderly woman

মেট্রোয় যুবকের কোলেই বসে পড়লেন বয়স্ক মহিলা! দেখুন ভিডিও

প্রতিবন্ধী বা প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট সিটের সামনে কোনও বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলা এসে দাঁড়ানোর পরেও সিট ছেড়ে দিতে আপত্তি জানাচ্ছেন কেউ, এমন ঘটনা খুব একটা চোখে পড়ে না। কিন্তু কেউ যদি এমনটা করে! সে ক্ষেত্রে কী করা উচিত?

সেই মজার মুহূর্ত।

সেই মজার মুহূর্ত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১০:৩৯
Share: Save:

ভিড় মেট্রোয় হুড়মুড়িয়ে উঠেই দেখলেন, বসার জায়গা খালি নেই। একটু নজর বুলিয়ে দেখার পর একটা খালি সিট পেলেন বটে, কিন্তু সেটাও ‘প্রতিবন্ধী বা প্রবীণ নাগরিকদের জন্য’। অগত্যা সেখানেই বসতে হল। কিন্তু কয়েকটি স্টেশন পরেই এক বয়স্ক ভদ্রলোক উঠলেন কামরায়। ব্যস, এ বার তো সিট ছেড়ে দিতেই হবে! তবু, ঘুমিয়ে পড়ার ভান করে বা অন্য দিকে মুখ ঘুরিয়ে থাকলেন, যদি ইতিমধ্যে অন্য কোনও সিট খালি হয় বা ওই বয়স্ক ভদ্রলোক অন্য কোনও দিকে চলে যান! যদিও সিট আঁকড়ে থাকা অনেক সময়েই সম্ভব হয় না।

আরও পড়ুন:
বাঁদরদেরও টাকার ভাগ

মাংস খাচ্ছেন গণেশ! অসি-বিজ্ঞাপনে কড়া নিন্দা নয়াদিল্লির

এমন ঘটনা তো চোখের সামনে প্রায়ই ঘটে। কিন্তু প্রতিবন্ধী বা প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট সিটের সামনে কোনও বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলা এসে দাঁড়ানোর পরেও সিট ছেড়ে দিতে আপত্তি জানাচ্ছেন কেউ, এমন ঘটনা খুব একটা চোখে পড়ে না। কিন্তু কেউ যদি এমনটা করে! সে ক্ষেত্রে কী করা উচিত? উত্তরটা দিয়েছেন এক জন বয়স্ক চিনা মহিলা। তা-ও কোনও রকম বাগবিতণ্ডায় না জড়িয়ে। মহিলার আসন ছেড়ে দেওয়ার অনুরোধ অগ্রাহ্য করেন এক যুবক। কিছু ক্ষণ বোঝানোর পরেও কোনও ফল না মেলায় সটান যুবকের কোলেই বসে পড়েন ওই মহিলা। তার পর...দেখুন সেই মজার মুহূর্ত।

চিনের নানজিং শহরের মেট্রোয় ঘটা এই অদ্ভুত ঘটনার ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

দেখুন ভিডিও:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE