ভেনেজ়ুয়েলার তেল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা রাজস্ব প্রসঙ্গে নয়া নির্দেশ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই রাজস্ব থেকে আদালত ও ভেনেজ়ুয়েলার পাওনাদারদের ‘বিরত’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জরুরি নির্দেশ জারি করে বলা হয়েছে, জমা থাকা সমস্ত টাকা ভেনেজ়ুয়েলার শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য ব্যবহার করা উচিত।
নয়া নির্দেশে কোনও বিশেষ সংস্থার নাম উল্লেখ না করেই জানানো হয়েছে, সরকারি ও কূটনৈতিক স্বার্থেই ভেনেজ়ুয়েলার সম্পত্তি রাখা হয়েছে মার্কিন কোষাগারে। তাই ব্যক্তিগত দাবিদারের কোনও প্রসঙ্গ থাকছে না। হোয়াইট হাউসের দাবি, ট্রাম্প এই পদক্ষেপ না করলে ভেনেজ়ুয়েলার অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারত।
আরও পড়ুন:
প্রসঙ্গত, প্রায় কুড়ি বছর আগে এক্সন মোবিল ও কনকোফিলিপস দু’টি কোম্পানির সম্পত্তি জাতীয়করণ হওয়ার পরে তারা ভেনেজ়ুয়েলা ছেড়েছিল। তাদের পাওনা এখনও কয়েক শত কোটি। ভেনেজ়ুয়েলার তেল শিল্পে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার আহ্বান জানিয়ে ট্রাম্প বৈঠকে বসেছিলেন এক্সন, কনকো-সহ একাধিক সংস্থার সঙ্গে। সেই দিনেই তিনি তাৎপর্যপূর্ণ নির্দেশও জারি করলেন।