Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International News

বিচারক বললেন, ‘‘তোমার মৃত্যু পরোয়ানায় সই করলাম’’

গত এক সপ্তাহ ধরে আদালতে তাঁর শিকারদের একের পর এক সাক্ষ্য শোনার সময় নাসারকে বলতে শোনা যায়, ‘‘আমি আমার জীবনের বাকি দিন ক’টা তোমাদের কথা মনে রাখব।’’

ল্যারি নাসার। ছবি: সংগৃহীত।

ল্যারি নাসার। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
ল্যান্সিং, মিশিগান শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ১৬:২০
Share: Save:

অলিম্পিকে আমেরিকার জাতীয় দলের অন্তত ১৬০ মহিলা জিমন্যাস্টকে যৌন নিগ্রহের দায়ে ১৭৫ বছরের কারাদণ্ড হল চিকিৎসক ল্যারি নাসার-এর। শিশুদের নিয়ে পর্নোগ্রাফি বানানোর দায়ে ইতিমধ্যেই ৬০ বছরের জন্য জেল খাটছে নাসার। পর পর ৪টি অলিম্পিকে আমেরিকার জাতীয় মহিলা জিমন্যাস্ট টিমের চিকিৎসক ছিলেন নাসার।

মহিলা জিমন্যাস্টদের যৌন নিগ্রহের জন্য চিকিৎসক নাসারের সাজা ঘোষণা করতে গিয়ে বুধবার ইঙ্গহ্যাম কাউন্টি সার্কিট কোর্টের বিচারক রোজমারি অ্যাকুইলিনা বলেন, ‘‘আমি তোমার মৃত্যু পরোয়ানায় সই করেছি।’’

তার আগে এক সপ্তাহ ধরে তিনি নাসারের যৌন নিগ্রহের শিকার ১৬০ জন জিমন্যাস্টের মুখ থেকে নির্যাতনের সবিস্তার বর্ণনা শোনেন।

৫৪ বছর বয়সী নাসারের সাজা ঘোষণার পর আদালত কক্ষ ছেড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন যৌন নিগ্রহের শিকার ১৬০ জন জিমন্যাস্ট। তাঁদের নেতৃত্ব দেন মার্কিন জাতীয় দলের জিমন্যাস্ট র‌্যাশেল ডেনহল্যান্ডার। আনন্দে তাঁরা জড়িয়ে ধরেন পাবলিক প্রসিকিউটর অ্যাঞ্জেলা পোভিলাইটিসকে। ২০১৬-য় র‌্যাশেলই প্রথম প্রকাশ্যে নাসারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।

গত এক সপ্তাহ ধরে আদালতে তাঁর শিকারদের একের পর এক সাক্ষ্য শোনার সময় নাসারকে বলতে শোনা যায়, ‘‘আমি আমার জীবনের বাকি দিন ক’টা তোমাদের কথা মনে রাখব।’’

আরও পড়ুন- র‌্যাম্পে হাঁটার সময় পোশাকে আগুন! খেয়াল না করে এগোলেন সুন্দরী, দেখুন ভিডিও​

আরও পড়ুন- মাটির তলায় আস্ত একটা গ্রাম, বসবাস ৩ হাজার মানুষের​

নাসারের শিকারদের মধ্যে রয়েছেন অলিম্পিকে সোনাজয়ী অ্যালি রেইসম্যান, ম্যাকায়লা মারোনি, বেলি লোরেন্সেন, গ্যাবি ডগলাস ও সাইমন বাইলসের মতো তারকা জিমন্যাস্টরা।

সাজা ঘোষণার আগে বিচারক অ্যাকুইলিনা প্রশ্ন করেন নাসারকে,

‘‘তুমি কি তোমার আর্জি প্রত্যাহার করতে চাও?’’

নাসার জবাব দেয়, ‘‘না, মহামান্য বিচারক।’’

এর পরেই পাল্টা প্রশ্ন বিচারকের, ‘‘কারণ, তুমি অপরাধী। তাই নয় কি?’’

নাসার বলে, ‘‘আর্জিতে যা বলার বলেছি, হ্যাঁ, ঠিক তাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE