Advertisement
E-Paper

বেজিং-এ ভারত-চিন দীর্ঘ বৈঠক, মাসুদকে নিয়ে ফের কড়া বার্তা দিল্লির

সন্ত্রাস প্রসঙ্গে চিনকে কড়া বার্তা দিল ভারত। মাসুদ আজহার যে জঙ্গি, তা গোটা বিশ্ব জানে এবং এটা নতুন করে প্রমাণ করার দরকার পড়ে না। বেজিং-এ গিয়ে চিনা বিদেশ মন্ত্রককে এ কথা বলে এলেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। মঙ্গলবার ও বুধবার বেজিং-এ ভারত ও চিনের বিদেশ মন্ত্রকের শীর্ষকর্তাদের বৈঠক হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:১৯
চিনা বিদেশ মন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশ সচিব, বেজিং-এ বুধবার। ছবি: পিটিআই।

চিনা বিদেশ মন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশ সচিব, বেজিং-এ বুধবার। ছবি: পিটিআই।

সন্ত্রাস প্রসঙ্গে চিনকে কড়া বার্তা দিল ভারত। মাসুদ আজহার যে জঙ্গি, তা গোটা বিশ্ব জানে এবং এটা নতুন করে প্রমাণ করার দরকার পড়ে না। বেজিং-এ গিয়ে চিনা বিদেশ মন্ত্রককে এ কথা বলে এলেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। মঙ্গলবার ও বুধবার বেজিং-এ ভারত ও চিনের বিদেশ মন্ত্রকের শীর্ষকর্তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকেই ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর চিনকে এই বার্তা দিয়েছেন। এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়েও দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে বিদেশ সচিব জানিয়েছেন।

দুই বিদেশ মন্ত্রকের এই বৈঠকে যৌথ ভাবে পৌরোহিত্য করেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর এবং চিনের কার্যনির্বাহী উপ বিদেশ মন্ত্রী ঝাং ইয়েসুই। এই প্রথম ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব দেওয়ার জন্য কোনও কার্যনির্বাহী উপ বিদেশ মন্ত্রীকে আসরে নামাল চিন। এই বৈঠকেই মাসুদ আজহার এবং এনএসজি ইস্যু নিয়ে বিশদে আলোচনা হয়েছে। তবে এই বৈঠকের বাইরে চিনের বিদেশ মন্ত্রী ওয়াং য়ি এবং প্রবীণ চিনা কূটনীতিক ইয়াং জিয়েচির সঙ্গেও জয়শঙ্করের বৈঠক হয়েছে। পরে এক সাংবাদিক বৈঠকে জয়শঙ্কর জানিয়েছেন, তাঁর সফর ফলপ্রসূ হয়েছে এবং চিনের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বেজিং-এ বৈঠক দুই বিদেশ মন্ত্রকের কর্তাদের। ছবি: পিটিআই।

‘‘মাসুদ আজহারের বিরুদ্ধে ১২৬৭ কমিটির নিষেধাজ্ঞার প্রসঙ্গে আমরা আবার যৌক্তিকতা তুলে ধরেছি, এটাও উল্লেখ করেছি যে এই নিষেধাজ্ঞার প্রস্তাব অন্যান্য দেশও তুলে ধরছে, শুধু ভারত নয়।’’ সাংবাদিক বৈঠকে এ কথাই বলেছেন এস জয়শঙ্কর। জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ করার প্রস্তাব যে আমেরিকাও রাষ্ট্রপুঞ্জে জমা দিয়েছে এবং সে প্রস্তাবে যে ব্রিটেন এবং ফ্রান্সের সমর্থন রয়েছে, সে কথাও জয়শঙ্কর চিন সফরে গিয়ে তুলে ধরেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন: আইএস-এর ড্রোনের ‘যম’ রয়্যাল ইগল! অবিশ্বাস্য কৌশল ফরাসি বাহিনীর

এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির ক্ষেত্রেও প্রধান বাধা চিন। ৪৮ সদস্যের ওই সংগঠনে অধিকাংশ সদস্যই ভারতের অন্তর্ভুক্তির পক্ষে। কিন্তু চিন নারাজ, ফলে সর্বসম্মতি হচ্ছে না এবং ভারতের অন্তর্ভুক্তি আটকে যাচ্ছে। এই বিষয় নিয়েও ভারত-চিন বৈঠকে কথা হয়েছে বলে ভারতের বিদেশ সচিব জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘চিনের তরফে জানানো হয়েছে যে ভারতের সদস্যপদের আবেদনের বিষয়ে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু পদ্ধতি এবং প্রক্রিয়ার বিষয়ে তাদের নিজস্ব মতামত রয়েছে। সেই বিষয়ে ভারতের মতামত এবং এনএসজির অধিকাংশ সদস্যের মতামত চিনের মতামতের চেয়ে আলাদা।’’

Masood Azhar Indo-China S Jaishankar NSG
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy