Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Fact Check

কন্দহরের আকাশে হেলিকপ্টার থেকে মানুষ ঝোলার রহস্য অবশেষে কাটল

ওই ব্যক্তি আসলে এক জন তালিব যোদ্ধা। কন্দহরের গভর্নরের অফিসে তালিবানের পতাকা লাগানোর চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ২১:২৯
Share: Save:

আফগানিস্তানের একটি ভিডিয়ো ভাইরাল হয় গত মঙ্গলবার। সেখানে একটি হেলিকপ্টারে বাঁধা এক ব্যক্তিকে দেখা যায়। আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, কন্দহরে তালিব ওই ব্যক্তিকে হেলিকপ্টার থেকে ঝুলিয়ে মেরে ফেলেছে। ওই ব্যক্তির অপরাধ, তিনি আমেরিকানদের জন্য দোভাষীর কাজ করতেন।

কিন্তু ওই ভিডিয়ো নিয়ে শুরু থেকেই রহস্য দানা বাঁধছিল। যে ব্যক্তিকে হেলিকপ্টার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তিনি কি জীবিত না মৃত, তা নিয়ে সংশয় ছিল বিশ্বের সংবাদমাধ্যমে।

সন্দেহ নিয়েই আরও কয়েকটি সংবাদমাধ্যমের মতো আমরা ভিডিয়োটি নিয়ে খবর করি। কিন্তু পরে তথ্য যাচাই করার পর জানা যায়, ঘটনাটি মিথ্যা। বিভিন্ন সূত্র খতিয়ে দেখার পর বুম লাইভ জানিয়েছে, ওই ব্যক্তি আসলে এক জন তালিব যোদ্ধা। কন্দহরের গভর্নরের অফিসে তালিবানের পতাকা লাগানোর চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। অবশেষে সেই রহস্যের জট কাটল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fact Check taliban kandahar Afghanistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE