Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ক্যানসার আক্রান্ত ছেলেকে সান্ত্বনা দিতে অভিনব ট্যাটু বাবার

আট বছরের গ্যাব্রিয়েলের ব্রেন টিউমার হয়েছিল। তার অস্ত্রোপচার করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতেই গ্যাব্রিয়েলের চোখ চলে যায় তার মাথার ডান পাশে কাটা দাগের দিকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ১৮:১৩
Share: Save:

আট বছরের গ্যাব্রিয়েলের ব্রেন টিউমার হয়েছিল। তার অস্ত্রোপচার করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতেই গ্যাব্রিয়েলের চোখ চলে যায় তার মাথার ডান পাশে কাটা দাগের দিকে। ন্যাড়া মাথা, তার উপর ‘অশ্বক্ষুরাকৃতি হ্রদ’-এর মতো গভীর কাটা দাগ দেখে মনমরা হয়ে গিয়েছিল ছোট্ট গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েলের বাবা জশ মার্শাল জানান, ওই দাগটা দেখে অতিরিক্ত সচেতনতা বোধ কাজ করছিল তাঁর ছেলের মধ্যে। তাকে ‘মনস্টার’-এর মতো দেখতে লাগছে— এই কথাটাই বার বার তাঁকে বলেছিল ছোট্ট গ্র্যাব্রিয়েল। জশ বলেন, “ছেলের এই ধারণা দূর করতে একটা উপায় বের করে ফেললাম।”

সেই উপায়টাও কিন্তু ছিল অসাধারণ। নিজের মাথার কাটা দাগ দেখে গ্যাব্রিয়েল যাতে হীনমন্যতায় না ভোগে, মাথার ডান পাশে ঠিক সেই কাটা দাগের মতো দেখতে একটি ট্যাটু করান জশ। তারপর ছেলেকে তিনি বলেন, “যদি তোমার ওই কাটা দাগের দিকে লোকে তাকায়, তা হলে তাঁরা আমার দিকেও তাকাবে। তখন তোমার আর নিজেকে মনস্টার বলে মনে হবে না।” ছেলেকে সঙ্গে নিয়ে একটি ছবিও তোলেন জশ। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন...

কাবুলে আত্মঘাতী হানা, নিহত ২ ভারতীয়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tattooed head Cancer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE