Advertisement
E-Paper

পরোয়া করি না! জ্যাকেট বিতর্কে মেলানিয়া

পরিবার থেকে বিচ্ছিন্ন শরণার্থী শিশুদের প্রতি সহমর্মী নন বলে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফার্স্ট লেডি মেলানিয়া ক্ষোভের আগুন নেভাতে প্রেসিডেন্টকে শুধু ‘জ়িরো টলারেন্স’ নীতি পরিবর্তনের কথাই বলেননি, সবাইকে চমকে দিয়ে সরাসরি ছুটে গিয়েছেন টেক্সাসে মেক্সিকো সীমান্তে এক অভিবাসী আটক কেন্দ্র পরিদর্শনে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৮ ০৩:৪১
বেপরোয়া: জ্যাকেটের পিছনে লেখা ‘আই রিয়্যালি ডোন্ট কেয়ার, ডু ইউ?’ টেক্সাসের পথে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স।

বেপরোয়া: জ্যাকেটের পিছনে লেখা ‘আই রিয়্যালি ডোন্ট কেয়ার, ডু ইউ?’ টেক্সাসের পথে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স।

পরিবার থেকে বিচ্ছিন্ন শরণার্থী শিশুদের প্রতি সহমর্মী নন বলে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফার্স্ট লেডি মেলানিয়া ক্ষোভের আগুন নেভাতে প্রেসিডেন্টকে শুধু ‘জ়িরো টলারেন্স’ নীতি পরিবর্তনের কথাই বলেননি, সবাইকে চমকে দিয়ে সরাসরি ছুটে গিয়েছেন টেক্সাসে মেক্সিকো সীমান্তে এক অভিবাসী আটক কেন্দ্র পরিদর্শনে।

তা সত্ত্বেও সমালোচনা এড়াতে পারেননি ফার্স্ট লেডি। সৌজন্যে ৩৯ ডলারের জলপাই-রঙা একটি জ্যাকেট। যার পিছনে সাদা হরফে বড় বড় করে লেখা, ‘আই রিয়্যালি ডোন্ট কেয়ার, ডু ইউ?’’ সেটি পরেই মেলানিয়া এয়ার ফোর্স ভিআইপি বিমানে উঠেছিলেন। তবে টেক্সাসের ম্যাকালেনের ওই কেন্দ্রে যাওয়ার সময়ে জ্যাকেটটি পরেননি। তাতে অবশ্য ক্ষোভ থামেনি।

গত কাল অভিবাসী আটক কেন্দ্রের কর্তাদের সঙ্গে বৈঠকে বসে ফার্স্ট লেডি বলেছিলেন, ‘‘এই সব বাচ্চাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে আমি কী করতে পারি?’’ কিন্তু যিনি পরিবার-বিচ্ছিন্ন শরণার্থী শিশুদের যন্ত্রণা বুঝতে এত কিছু করছেন, তিনি কী ভাবে এ ধরনের কথা লেখা জ্যাকেট গায়ে চাপান? এই প্রশ্নে উত্তাল মার্কিন সংবাদমাধ্যম। বিতর্ক থামাতে তড়িঘড়ি স্ত্রী মেলানিয়ার পাশে দাঁড়িয়েছেন ট্রাম্প। সংবাদমাধ্যমকেই এক হাত নিয়ে তিনি টুইট করেছেন, ‘‘আই রিয়্যালি ডোন্ট কেয়ার, ডু ইউ? ভুয়ো খবর যারা ছড়ায়, মেলানিয়ার জ্যাকেটের পিছনের লেখাটা তাদের জন্য। মেলানিয়া জানে ওরা কতটা অসৎ। আর তাই ওর তাতে কিস্যু যায় আসে না!’’

প্রেসিডেন্ট প্রতিবারের মতো সংবাদমাধ্যমের ঘাড়ে সব দায় চাপিয়ে বিতর্কে ইতি টানতে চেয়েছেন। কিন্তু ঘটনা হল, মেলানিয়া মেরিল্যান্ড থেকে টেক্সাসে যাওয়ার জন্য বিমানে ওঠা থেকেই জ্যাকেটটি তাঁর গায়ে ছিল। তখন তাঁর যে সব ছবি তোলা হয়, মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। আপত্তি উঠতেই মেলানিয়ার মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, ‘‘ওটা স্রেফ একটা জ্যাকেট। ওর মধ্যে কোনও গোপন বার্তা দেওয়া হয়নি। ফার্স্ট লেডির টেক্সাস সফরের পরে আশা করি সংবাদমাধ্যম ওঁর ওয়ার্ডরোব নিয়ে মাথা ঘামাবে না।’’ মজার কথা, মেলানিয়ার মুখপাত্র এই মন্তব্য করলেও সম্পূর্ণ উল্টো পথে হেঁটে তার কিছু ক্ষণের মধ্যে টুইটে ট্রাম্প বলেছেন, মেলানিয়া তাঁর জ্যাকেটের মাধ্যমে ভুয়ো সংবাদমাধ্যমকেই বার্তা দিয়েছেন!

ফেরার পথে হোয়াইট হাউসে ঢোকার সময়ে ফের মেলানিয়ার গায়ে ছিল সেই জ্যাকেট। শুধু সংবাদমাধ্যম নয়, জ্যাকেট দেখে অবাক হয়েছেন অভিবাসন সংক্রান্ত আইনজীবী ডেভিড লিওপোল্ড। তিনি প্রথমে ভেবেছিলেন, কেউ মজা করে ও সব বানিয়েছে! কিন্তু যখন জানলেন, ফার্স্ট লেডি সত্যিই এমন বাক্য লেখা জ্যাকেট পরেছিলেন, তিনি স্তম্ভিত। ডেভিড বলেছেন, ‘‘এক দিকে সন্তানহারা সেই সব মা এবং অন্য দিকে বাবা-মায়ের জন্য অপেক্ষা করে থাকা শিশুদের কাছে জ্যাকেটের কথাগুলো তীব্র বিদ্রুপের সমান। কিছুতেই মেনে নেওয়া যায় না। লজ্জাজনক।’’

টুইটারেও জ্যাকেট নিয়ে তৈরি হয়েছে মিম। যার একটিতে লেখা, ‘ডোন্ট লেট দেম ইট কেক। গিভ ইট টু মি।’ মেলানিয়া নিজে অবশ্য এই বিতর্কে এখনও মুখ খোলেননি। তবে প্রাক্তন মডেল পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে আরও একটু সতর্ক হলেন না কেন, প্রশ্ন উঠছে ফ্যাশন দুনিয়াতেও।

Melania Trump Jacket Immigrant Children Texas মেলানিয়া ট্রাম্প Donald Trump ডোনাল্ড ট্রাম্প First Lady
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy