Advertisement
২২ ফেব্রুয়ারি ২০২৫
Florida School Shooting Marjory Stoneman Douglas High School Gunman Nikolas Cruz

গুলির থেকে বহু পড়ুয়ার প্রাণ বাঁচিয়ে শান্তি আজ ‘নায়িকা’

এর পর টানা ৩০ মিনিট রুদ্ধশ্বাস অপেক্ষা। পুলিশের বিশেষ বাহিনীর (সোয়াট) অফিসারেরা এসে যখন ক্লাসের দরজা খোলেন, তার পরই একে একে পড়ুয়াদের বার করে আনেন শান্তি।

শান্তি বিশ্বনাথন। ছবি ফেসবুকের সৌজন্যে।

শান্তি বিশ্বনাথন। ছবি ফেসবুকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৯
Share: Save:

প্রথম বার বিপদঘন্টি শুনেই টনক নড়েছিল শান্তি বিশ্বনাথনের। গত বুধবার দুপুর। ফ্লোরিডার পার্কল্যান্ডের মারজরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে কিছু ক্ষণ আগেই আগুন নেভানো নিয়ে মহড়া চলছিল। কিন্তু, পর পর দু’বার সেই শব্দ শুনে সন্দেহ হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত ওই শিক্ষিকার। আঁচ করেন বিপদের।

তার পরেই স্কুলের এক নিরাপত্তা রক্ষীর কাছ থেকে বন্দুকবাজের হামলার কথা জানতে পারেন। কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন শান্তি। এর পরই দ্রুত ক্লাসের সব পড়ুয়াকে ক্লাসরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। বন্ধ করে দেন ক্লাসরুমের প্রতিটি জানলাও। সব পড়ুয়াদের ক্লাসরুমের মধ্যে মেঝেতে বসিয়ে দেন। এর পর টানা ৩০ মিনিট রুদ্ধশ্বাস অপেক্ষা। পুলিশের বিশেষ বাহিনীর (সোয়াট) অফিসারেরা এসে যখন ক্লাসের দরজা খোলেন, তার পরই একে একে পড়ুয়াদের বার করে আনেন শান্তি।

সান সেন্টিনেলের খবর, বহু ছাত্রছাত্রীর প্রাণ বাঁচিয়ে স্কুলের অংকের শিক্ষিকা শান্তি বিশ্বনাথন এখন সকলের চোখে নায়িকা। তিনি জানান, ওই তিরিশ মিনিট তাঁর জীবনের ভয়ঙ্করতম সময়। বলেছেন, ‘‘ঘরের মধ্যে সবাইকে নিয়ে বসেছিলাম। দরজা খুলিনি। পুলিশ এসে দরজা ধাক্কা দেয়। তাঁরই চাবি দিয়ে দরজা খোলেন।’’ এক পড়ুয়ার মা ডি জারবোয়ে বলেন, ‘‘দ্রুত উপস্থিত বুদ্ধির জন্য বহু ছাত্র-ছাত্রীর প্রাণ বাঁচিয়েছেন তিনি। সে জন্য আমরা সবাই ওই শিক্ষিকার প্রতি কৃতজ্ঞ।’’

আরও পড়ুন: তাণ্ডব চালাল বহিষ্কৃত ছাত্র, স্কুলে হত ১৭

শান্তির মতো নায়ক-নায়িকা আরও আছেন। ওই স্কুলেরই শিক্ষিকা মেলিসা ফাকোস্কি। পর পর দু’বার বিপদঘন্টির শব্দ শুনে তড়িঘড়ি ক্লাস থেকে সব ছাত্রছাত্রীকে বাইরে বার করে এনেছিলেন তিনি। স্কুলের এক নিরাপত্তারক্ষী জানান, স্কুলে ঢুকে গুলি চালাচ্ছে কেউ। দ্রুত সব পড়ুয়াদের নিয়ে ক্লাসরুমের মধ্যে একটা আলমারিতে আশ্রয় নিয়েছিলেন। মেলিসার উপস্থিত বুদ্ধির জেরে সে দিন প্রাণে বাঁচেন ১৯ জন পড়ুয়া।

পুলিশের হাতে বন্দি বন্দুকবাজ নিকোলাস।ফাইল চিত্র।

আবার বলতে হবে স্কুলেরই ফুটবল কোচ অ্যারন ফিস। স্কুলের নিরাপত্তারক্ষীর কাজও করতেন অ্যারন। যখন নিকোলাস ক্রুজ স্কুল চত্বরে বন্দুক হাতে তাণ্ডব চালাচ্ছে, অ্যারন নিজে মানব ঢাল হয়ে বহু শিশুকে বাঁচান। কিন্তু, নিজে একাধিক বুলেট খেয়ে লুটিয়ে পড়েন। চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি তাঁকে।

আরও পড়ুন: ‘গুলি করে মানুষ মারতে চাই’, বলেছিল নিকোলাস

গত বুধবার ফ্লোরিডার পার্কল্যান্ডের মারজরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুক নিয়ে তাণ্ডব চালায় স্কুলেরই এক বহিষ্কৃত ছাত্র নিকোলাস ক্রুজ। বছর উনিশের ওই ছাত্রের গুলি কেড়ে নেয় ১৭টি প্রাণ। জখম ১৬। ঘটনার এক ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় ক্রুজকে। পুলিশের ধারণা, বহিষ্কারের বদলা নিতেই হত্যাকাণ্ড চালায় ক্রুজ।

আরও পড়ুন: 'জানতাম আলমারির চেয়ে আর সুরক্ষিত কিছু নেই'

অন্য বিষয়গুলি:

Florida School Shooting Marjory Stoneman Douglas High School Gunman Shanthi Viswanathan Nikolas Cruz মারজরি স্টোনম্যান ডগলাস স্কুল নিকোলাস ক্রুজ ফ্লরিডা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy