E-Paper

দাবানল-শঙ্কা অস্ট্রেলিয়ায়

২০১৯-২০ সালের ‘ব্ল্যাক সামার’-এর মতো পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে, তাই দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার নানা জায়গায় প্রকাশ্যে আগুন জ্বালানোয় নিষেধাজ্ঞাও জারি করছে প্রশাসন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ০৭:৩৭
তীব্র গরমে যাতে দাবানলের পরিস্থিতি তৈরি না হয়, তাই আগাম সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া সরকার।

তীব্র গরমে যাতে দাবানলের পরিস্থিতি তৈরি না হয়, তাই আগাম সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া সরকার। —ফাইল চিত্র।

প্রচণ্ড গরমে নাজেহাল দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া। তাপপ্রবাহের জেরে বাড়ছে ভিক্টোরিয়া প্রদেশে দাবানলের আশঙ্কাও। ২০১৯-২০ সালের ‘ব্ল্যাক সামার’-এর মতো পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে, তাই দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার নানা জায়গায় প্রকাশ্যে আগুন জ্বালানোয় নিষেধাজ্ঞাও জারি করছে প্রশাসন।

দেশের আবহাওয়া দফতরের পূর্বাভাস, অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। আজই মেলবোর্নের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল সাড়ে ১০টাতেই উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়ার মিলদুরায় পারদ ছুঁয়েছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াসে। আগামী দিনে সেখানে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ উঠতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। সাধারণত, জানুয়ারির প্রথম দিকে তাপমাত্রা এত বেশি হয় না এ দেশে। তাই আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কতটা বাড়তে পারে, তা নিয়ে আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞেরা। দোসর হয়েছে তাপপ্রবাহ। এখনও পর্যন্ত ব্যাপক তাপপ্রবাহের কবলে পড়েছে নিউ সাউথ ওয়েলস, তাসমানিয়া-সহ পশ্চিম অস্ট্রেলিয়ার একাধিক প্রদেশ।

এই তীব্র গরমে যাতে দাবানলের পরিস্থিতি তৈরি না হয়, তাই আগাম সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া সরকার। গত ডিসেম্বরেই ভিক্টোরিয়ার গ্রামপিয়ান্স জাতীয় উদ্যানে দাবানলের আগুন ছড়িয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি, ছাউনি। বহু এলাকা খালি করে সেখানকার বাসিন্দাদের অস্থায়ী আশ্রয়ে রাখতে হয়। কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। পরিস্থিতির অবনতি যাতে না হয়, তাই আগামী কয়েক দিন প্রকাশ্যে আগুন জ্বালানোয় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আজ রাত থেকে অবশ্য ঠান্ডা হাওয়ার পূর্বাভাস রয়েছে। সে ক্ষেত্রে দাবানলের আশঙ্কা কিছুটা কমতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Forest Fire Austrelia

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy