ইরাক যুদ্ধের অন্যতম কারিগর হিসেবে সারা বিশ্বে পরিচিত তিনি। ৯/১১ হামলার পরবর্তী বিশ্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকান সেনার যাবতীয় অভিযানের অন্যতম মস্তিষ্ক হিসেবেও প্রথম সারিতে রয়েছে তাঁর নাম। আমেরিকার সেই প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা শিল্পপতি ডিক চেনি প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৪ বছর। মঙ্গলবার প্রাক্তন ভাইস প্রেসিডেন্টের পরিবারের তরফে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। জানা গিয়েছে, নিউমোনিয়ায় ভুগছিলেন ডিক। সঙ্গে ছিল হৃদ্রোগ সংক্রান্ত নানা সমস্যাও। দুু’জন আমেরিকান প্রেসিডেন্টের অধীনে কাজ করেছেন ডিক। পারস্য উপসাগরীয় যুদ্ধের সময়ে এইচ ডব্লিউ বুশ ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। সেই সময়ে আমেরিকার প্রতিরক্ষাসচিব ছিলেন ডিক। পরে, ২০০১ সাল থেকে ২০০৯ পর্যন্ত আমেরিকার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন ডিক। তখন সিনিয়র বুশের ছেলে জর্জ ডব্লিউ বুশ ছিলেন প্রেসিডেন্ট। তবে অবসরের পরে নিজের দল রিপাবলিকান পার্টির সঙ্গেই দূরত্ব বাড়তে থাকে ডিকের। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন ডিক। এক সময়ে ট্রাম্পকে ভীরু বা দুর্বল বলতেও দ্বিধা বোধ করেননি তিনি। ট্রাম্পের নেতৃত্বে রিপাবলিকান দল সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হতে চলেছে বলেও কটাক্ষ করেছিলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)