Advertisement
২৫ এপ্রিল ২০২৪
French Youth

চুলে কলপ লাগিয়ে কী অবস্থা হল এই তরুণীর!

চুলে লাগানোর কিছুক্ষণের মধ্যেই তাঁর মুখ জ্বলতে শুরু করে। তারপরই সারা মুখ অদ্ভুতভাবে ফুলে যায়।

কলপ করার পর এ রকমই অবস্থা হয়েছিল ফ্রান্সের তরুণীর। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

কলপ করার পর এ রকমই অবস্থা হয়েছিল ফ্রান্সের তরুণীর। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৩
Share: Save:

বাজার থেকে চুলের কলপ কিনে এনে একটু লাগিয়ে দেখেছিলেন। পুরোটা ব্যবহারও করেননি। কিন্তু তাতেই যা হওয়ার হয়ে গেল। কলপের পার্শ্ব প্রতিক্রিয়ায় ফ্রান্সের উনিশ বছরের তরুণীর মুখ ফুলে ঢোল। ফক্স নিউজে প্রকাশিত রিপোর্ট অনুসারে, উনিশ বছর বয়সী ফ্রান্সের ওই তরুণীর নাম এস্তেলে।

এস্তেলে দাবি করেছেন, তিনি চুলের ওই কলপটি পরীক্ষা করার জন্য খুব সামান্যই ব্যবহার করেছিলেন। চুলে লাগানোর কিছুক্ষণের মধ্যেই তাঁর মুখ জ্বলতে শুরু করে। তারপরই সারা মুখ অদ্ভুতভাবে ফুলে যায়।

অ্যালার্জি রুখতে এস্তেলে অ্যান্টিহিস্টামিন ওষুধও খেয়েছিলেন। কিন্তু তাতেও মেলেনি স্বস্তি। মুখমণ্ডলের জ্বালা তারপরও ছিল বলে জানিয়েছেন তিনি। ফুলে যাওয়ার কারণে তাঁর মুখমন্ডলের আকার প্রায় ৩ ইঞ্চি বেড়ে গিয়েছল বলে জানা গিয়েছে।

হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর শ্বাসপ্রশ্বাসেও সমস্যা হচ্ছিল বলেও ফক্স নিউজের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। হাসপাতালে একদিন ডাক্তারদের পর্যবেক্ষণে থাকার পর তাঁর মুখের ফোলা ভাব আস্তে আস্তে কমতে শুরু করে।

আরও পড়ুন: হাতে সময় মাত্র এক বছর, বিশ্ব কাঁপাচ্ছেন এই পাক শেফ

চুলের কলপ ও মেক আপ করার সামগ্রীতে ‘পিপিডি’ বা প্যারাফিনাইলেডায়ামিন নামে এক ধরণের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। সেই রাসায়নিকের জেরেই এস্তেলের মুখের অবস্থা এ রকম হয়েছে।

এস্তেলে জানিয়েছেন, ‘‘আমার মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি প্রার্থনা করি এ রকম যেন অন্য আর কারও না হয়।’’

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের রাসায়নিক থেকে অ্যালার্জির কারণে ফুসফুস ও রেচন তন্ত্রের বিভিন্ন রোগ হতে পারে।

আরও পড়ুন: ফ্রান্সে কি এ বার জরুরি অবস্থা!

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

French Girl Infection Hair Dye Allergic Reaction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE