পাকিস্তানের বন্দর-শহর করাচিতে চিনা উপ-দূতাবাস (কনসুলেট)-এ হানা দিল বন্দুকবাজরা। নিরাপত্তারক্ষীদের বাধা টপকে চিনা উপ-দূতাবাসে ঢোকার সময় বন্দুকবাজরা এলোপাথাড়ি গুলি চালায়। পাল্টা গুলি চালান উপ-দূতাবাসের নিরাপত্তারক্ষীরাও। ওই গুলিযুদ্ধে চিনা কনসুলেটের দুই নিরাপত্তরক্ষী প্রাণ হারান। গুরুতর জখম হন আরও এক জন। তার পরেও বাকি নিরাপত্তারক্ষীরা গুলি চালালে বন্দুকবাজরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। গুলিযুদ্ধের শব্দ শোনা যায় কিছুটা দূরের ক্লিফটন এলাকা থেকেও।
স্থানীয় পুলিশকর্তা জাভেদ আলম ওধো জানিয়েছেন, শুক্রবার সকালে ওই ঘটনা ঘটে চিনা উপ-দূতাবাসে ঢোকার মুখে চেকপোস্টে। তারা উপ-দূতাবাসের ভিসা অফিসেও ঢুকে পড়েছিল। বন্দুকবাজরা পালিয়ে যাওয়ার পর কড়া নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।