Advertisement
E-Paper

জাদু-ছড়ি নিয়ে রোওলিংয়ের পটার এ বার লন্ডনের মঞ্চে

বইয়ের মলাটে বেস্টসেলার। পরে কল্পনার জগৎ বাস্তবের রূপ পেয়েছিল সিনে দুনিয়ায়। সেখানেও সেরার শিরোপা। এ বার সেই কাহিনিই মঞ্চে। টুইটারে ঘোষণা করলেন লেখিকা জে কে রোওলিং স্বয়ং।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০৩:১৩

বইয়ের মলাটে বেস্টসেলার। পরে কল্পনার জগৎ বাস্তবের রূপ পেয়েছিল সিনে দুনিয়ায়। সেখানেও সেরার শিরোপা। এ বার সেই কাহিনিই মঞ্চে।

টুইটারে ঘোষণা করলেন লেখিকা জে কে রোওলিং স্বয়ং। এ বার তিনি পরিবেশন করতে চলেছেন ‘হ্যারির না বলা উপাখ্যান’— হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড। বরাবরই ভক্তদের চমক দিতে ভালবাসেন রোওলিং। কখনও জাদু-দুনিয়া থেকে বেরিয়ে এসে ছদ্মনামে রহস্য উপন্যাসে কলম ধরেছেন। কখনও আবার ‘পটারমোর’ ওয়েবসাইটে ভক্তদের জানিয়েছেন, হ্যারিকে নিয়ে তাঁর লেখা বেশ কিছু অপ্রকাশিত অংশ ফাঁস করবেন ওই সাইটেই। তবে সব চেয়ে হইচই ফেলে দিয়েছিল রোওলিংয়ের শেষ চমকটা। লেখিকা নিজেই প্রশ্ন তুলে ছিলেন, ‘‘হ্যারি-হারমাইনি-রনের কী হল বলুন তো?’’ তখনই অনেকে রহস্যের গন্ধ পেয়েছিলেন। তবে কি ফের কলম ধরছেন রোওলিং? হগওয়ার্টসের জাদু-দুনিয়া কি ফের জ্যান্ত হয়ে উঠবে বইয়ের মলাটে? কে জানত সত্যিই এমন কিছু ঘটতে চলেছে। তবে অন্য রূপে।

কিন্তু হঠাৎ মঞ্চে কেন? মঞ্চে তো দর্শক সংখ্যা অনেক সীমিত! এ প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে রাজি হননি লেখিকা। শুধু বলেছেন, ‘‘বেশি কিছু বলতে চাই না। ভক্তদের যে উপহারটা দিতে চলেছি, সেটা আগেভাগে বলে দিয়ে ভেস্তে দিতে চাই না। তবে এটা নিশ্চিত, দর্শকরা দেখলেই বুঝতে পারবেন এই গল্পটার জন্য মঞ্চই সেরা।’’

তবে কী ঘটতে হচ্ছে, জানতে হলে অপেক্ষা করতে হবে আরও একটা বছর। ২০১৬-র শেষে ওয়েস্টমিনস্টারের র‌য়্যাল অপেরা হাউস ‘প্যালেস থিয়েটার’-এ মঞ্চস্থ হবে ‘কার্সড চাইল্ড’, জানিয়েছেন রোওলিং। তবে টিকিট বিক্রি শুরু হয়ে যাবে এ বছর শীতেই। সামনের মাসেই এ সংক্রান্ত সমস্ত তথ্য বিশদ ভাবে জানিয়ে দেওয়া হবে পটারের অফিসিয়াল ওয়েবসাইটে।

আঠারো বছর আগে আজকের দিনেই প্রকাশিত হয় পটার সিরিজের প্রথম উপন্যাস ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফার্স স্টোন’। জন্মদিনেই সুখবরটা টুইট করলেন লেখিকা। তবে একটা বড় রহস্য কিন্তু রেখেই দিলেন। হ্যারির ভূমিকায় কি ড্যানিয়েল র‌্যাডক্লিফকেই দেখা যাবে? আর বাকিদের?

Harry Potter london J.K. Rowling Palace Theatre
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy