Advertisement
E-Paper

নিউমোনিয়ায় আক্রান্ত হিলারি, শুরু জল্পনা

গত কয়েক সপ্তাহ ধরে তাঁর প্রতিদ্বন্দ্বী বারবার তাঁর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। দাবি করেছেন, তাঁর স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রিপোর্ট অবিলম্বে প্রকাশ্যে আনা হোক। আর তিনি বারবারই বলেছেন এ সবই বিরোধীদের ষড়যন্ত্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫৭
নিউ ইয়র্কে মেয়ে চেলসির অ্যাপার্টমেন্ট থেকে বেরোচ্ছেন হিলারি ক্লিন্টন। রবিবার। ছবি: এপি

নিউ ইয়র্কে মেয়ে চেলসির অ্যাপার্টমেন্ট থেকে বেরোচ্ছেন হিলারি ক্লিন্টন। রবিবার। ছবি: এপি

গত কয়েক সপ্তাহ ধরে তাঁর প্রতিদ্বন্দ্বী বারবার তাঁর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। দাবি করেছেন, তাঁর স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রিপোর্ট অবিলম্বে প্রকাশ্যে আনা হোক। আর তিনি বারবারই বলেছেন এ সবই বিরোধীদের ষড়যন্ত্র। অন্য কোনও দুর্বলতা খুঁজে না পেয়ে শেষমেশ স্বাস্থ্যের পিছনেই পড়ে রয়েছেন তাঁর চরম প্রতিদ্বন্দ্বী। তিনি আসলে একদম সুস্থ। আমেরিকার ভাবী প্রেসিডেন্টের ঠিক যেমনটা থাকা দরকার।

কিন্তু কালকের ঘটনা সেই হিসেবটাকেই এক ঝটকায় এলোমেলো করে দিয়েছে। কাল নিউ ইয়র্কে ৯/১১-র অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন হিলারি রডহ্যাম ক্লিন্টন। এতটাই বাড়াবাড়ি হয় যে সিক্রেট সার্ভিস এজেন্টরা কার্যত পাঁজাকোলা করে তুলে নিয়ে গিয়ে গাড়িতে তুলেছিলেন ডেমোক্র্যাট পদপ্রার্থীকে। প্রথমে মেয়ে চেলসির অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। পরে একটু সুস্থ হয়ে নিজের বাড়ি যান হিলারি। তার পর সারাদিন আর প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। আর এই ঘটনা নিয়ে আমেরিকায় শুরু হয়েছে নতুন জল্পনা। সামনে আর কয়েকটা দিন। কিছু দিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্ক সভায় মুখোমুখি দেখা যাবে তাঁকে। আর তার মধ্যেই এই অসুস্থতা। ডেমোক্র্যাটদের কপালে এখন তাই চিন্তার বড় ভাঁজ। দিন কয়েক আগেও জনপ্রিয়তার নিরিখে ট্রাম্পের চেয়ে এগিয়েছিলেন হিলারি। কিন্তু সেই অঙ্কটাই এ বার পাল্টাতে শুরু করেছে। প্রাক্তন ফার্স্ট লেডির অসুস্থতা ডেমোক্র্যাটদের প্রচারে ভাল রকম ব্যাঘাত ঘটাতে পারে বলে মনে করছেন অনেকে।

কালই হিলারির চিকিৎসক লিজা বারড্যাক জানিয়েছিলেন নিউমোনিয়া হয়েছে ডেমোক্র্যাট পদপ্রার্থীর। সঙ্গে শ্বাসকষ্টজনিত কিছু সমস্যাও আছে। আর তাই সোম ও মঙ্গলবারের ক্যালিফোর্নিয়া সফরও বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন হিলারি। তবে মেয়ের অ্যাপার্টমেন্ট থেকে দুপুরের দিকে বেরোনোর সময় হেঁটেই বেরিয়েছেন হিলারি। বাইরে দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশে হাতও নাড়েন তিনি। এখন কেমন আছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গাঢ় নীল স্যুট আর প্যান্ট পরা হিলারি হাসিমুখে বলছেন, ‘‘আমি একদম ঠিক আছি।’’ কিন্তু এই হাসিমুখটার পিছনে কতটা অসুস্থতা লুকিয়ে আছে, তা ভাবাচ্ছে ডেমোক্র্যাট প্রচারসভার পিছনে থাকা মুখগুলোকে। ক্যালিফোর্নিয়া সফর বাতিল নিয়েও নিজে মুখ খোলেননি হিলারি। তাঁর মুখপাত্র নিক মেরিলই সাংবাদিকদের যা বলার বলেছেন। তবে হিলারির চিকিৎসক জানিয়েছেন প্রাক্তন বিদেশসচিবের স্বাস্থ্য নিয়ে তেমন চিন্তার কিছু নেই। অতিরিক্ত গরম আর আদ্রতায় অসুস্থ হয়ে পড়েছিলেন। শরীর থেকে জলও বেরিয়ে গিয়েছিল। তাই এই বিপত্তি।

কালকের ওই ঘটনার একটি ভিডিও মার্কিন সংবাদমাধ্যমের হাতে এসেছে। তাতে দেখা গিয়েছে কী ভাবে গাড়িতে উঠতে গিয়ে হোঁচট খাচ্ছেন সত্তর ছুঁইছুঁই হিলারি। আর তার পর দেহরক্ষীরা তুলে নিয়ে যাচ্ছেন তাঁকে। ডেমোক্র্যাট শিবিরের চিন্তা, এখন এটাকেই অস্ত্র করবে রিপাবলিকানরা। কালকের ঘটনা নিয়ে অবশ্য স্বভাববিরুদ্ধ ভাবে নীরব ছিলেন হিলারির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকরা তাঁকে খুঁচিয়ে প্রশ্ন করার পরও হিলারিকে আক্রমণ করেননি ট্রাম্প। উল্টে বলেছিলেন, ‘‘আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’’ আজ অবশ্য ট্রাম্প জানিয়েছেন, খুব শীঘ্রই নিজের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রিপোর্ট প্রকাশ্যে আনবেন তিনি। ডেমেক্র্যাট শিবিরের মতে, এখানেই আসল ‘ট্রাম্প কার্ড’টি খেলে ফেলেছেন ধনকুবের ট্রাম্প। নিজের স্বাস্থ্য রিপোর্ট প্রকাশ্যে এনে হিলারিকে চাপে রাখার কৌশল বের করে ফেলেছেন তিনি।

আরও একটি বিতর্ক এর মধ্যেই মাথাচাড়া দিয়েছে। গত শুক্রবারের এক সভায় রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে কটূক্তি করেছিলেন হিলারি। বলেছিলেন ‘‘ট্রাম্প সমর্থকেরা বর্ণবিদ্বেষী, লিঙ্গবিদ্বেষী এবং ইসলাম-বিরোধী। এক কথায় তাঁরা শোচনীয়।’’ তবে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ায় পরের দিনই ক্ষমা চেয়ে নেন হিলারি। কিন্তু ট্রাম্প তাতে সন্তুষ্ট নন। তাঁর বক্তব্য, ‘‘হিলারির রাজনৈতিক কেরিয়ারে এটি অন্যতম বড় ভুল।’’

pneumonia Hillary Clinton
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy