Advertisement
১১ মে ২০২৪

হিলারির তোপ

রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে আবারও মার্কিন প্রেসিডেন্ট পদের অযোগ্য বলে মন্তব্য করলেন হিলারি ক্লিন্টন। আর এ বার খোদ প্রেসিডেন্ট বারাক ওবামার উপস্থিতিতে।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ০৩:৩৬
Share: Save:

রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে আবারও মার্কিন প্রেসিডেন্ট পদের অযোগ্য বলে মন্তব্য করলেন হিলারি ক্লিন্টন। আর এ বার খোদ প্রেসিডেন্ট বারাক ওবামার উপস্থিতিতে। প্রেসিডেন্ট হতে গেলে মানসিক ভাবে যতখানি পোক্ত হতে হয়, ট্রাম্প তার ধারেকাছেও নেই বলে জানালেন সম্ভাব্য ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী। মঙ্গলবার উত্তর ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশ ছিল হিলারির। ওবামাকে এ দিনই প্রথম তাঁর মঞ্চে দাঁড়িয়ে সরাসরি সমর্থন জানাতে দেখা যায়। বরাবরই নিজেকে ওবামার উত্তরসূরি বলে প্রচার করে এসেছেন হিলারি। মঙ্গলবারও বলেন, ‘‘প্রেসিডেন্ট হিসেবে দেশের স্বার্থকে কী ভাবে অগ্রাধিকার দিতে হয়, ওবামাকে দেখেই শিখেছি। ব্যক্তিগত স্বার্থের কথা ভাবলে চলে না। এর পরেও আপনারা ওভালের অফিসে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান?’’ নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দেন হিলারি — একেবারেই না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hillary clinton Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE