Advertisement
E-Paper

লন্ডনে ২৪ বছরের মধ্যে সব থেকে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, মৃত ৮ ভারতীয়

গত শনিবার এই দুর্ঘটনাটি ঘটে লন্ডনের বাকিংহ্যামশায়ারের নিউপোর্ট প্যাগনেলে। এ‌ই দুর্ঘটনা ব্রিটেনের ইতিহাসে গত ২৪ বছরের মধ্যে সব থেকে ভয়াবহ বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ১৯:২৮
দুর্ঘটনার পর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসটি। ছবি: পিটিআই।

দুর্ঘটনার পর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসটি। ছবি: পিটিআই।

দিন কয়েকের ছুটি নিয়ে ইউরোপ সফরের পরিকল্পনা ছিল তাঁদের। সেই মতো এক বেসরকারি সংস্থার বাস ভাড়া করে বেরিয়েও পড়েছিলেন তাঁরা। কিন্তু, পথে ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নিল সব কিছু। উল্টো দিক থেকে আসা পর পর দু’টি লরির ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যায় বাসটি। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মহিলা-সহ আট জন। গুরুতর আহত আরও চার। মৃত ও আহতেরা প্রত্যেকেই ভারতীয়। দু’জনের মধ্যে এক জন লরিচালক আবার মদ্যপ ছিলেন বলে অভিযোগ।

গত শনিবার এই দুর্ঘটনাটি ঘটে লন্ডনের বাকিংহ্যামশায়ারের নিউপোর্ট প্যাগনেলে। এ‌ই দুর্ঘটনা ব্রিটেনের ইতিহাসে গত ২৪ বছরের মধ্যে সব থেকে ভয়াবহ বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন, বাকিংহামের বাইরে ছুরি তিন পুলিশকে

আরও পড়ুন, আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো-তে কর্মরত তিন বন্ধু তাঁদের পরিবার নিয়ে ইউরোপ সফরে বেরিয়েছিলেন। আদতে ভারতের নাগরিক হলেও কর্মসূত্রে তাঁরা বেশ কয়েক বছর ধরেই লন্ডনে থাকেন। লরির ধাক্কায় তিন বন্ধুরই মৃত্যু হয় ঘটনাস্থলে। হাসপাতালে প্রাণ হারান মিনিবাসের চালক। তিনিও ভারতীয়। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দু’জন কেরলের কোট্টায়ামের বাসিন্দা। বাকি ৬ জন তামিলনাড়ুর বাসিন্দা।

ব্রিটেনে উইপ্রো-র অন্যতম কর্তা (অপারেশনাল হেড) রমেশ ফিলিপস এক শোকবার্তায় বলেন, ‘‘দুঃখের সঙ্গে জানাচ্ছি সড়ক দুর্ঘটনায় আমাদের তিন সহকর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের নাম কার্তিকেয়ন রামাসুন্দরম পুগালুর, ঋষি রাজীব কুমার এবং বিবেক ভাস্করণ।’’

দুই লরি চালককেই গ্রেফতার করা হয়েছে। দু’জনের বিরুদ্ধেই বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে খুন করার অভিযোগ দায়ের করা হয়েছে।

Buckinghamshire Eight Indians die IT professionals UK road crash লন্ডন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy