রাষ্ট্রপুঞ্জের অন্তত ২০ জন কর্মীকে আটক করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। রবিবার এমটাই জানিয়েছে তারা। রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, সানায় তাদের একটি কেন্দ্রে তল্লাশি চালায় ইরানের মদতপুষ্ট ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠীটি। তার পরে রবিবার সানার দক্ষিণ-পশ্চিম হাদায় তাদের একটি পরিষেবা কেন্দ্রে হানা দিয়ে কর্মীদের আটক করে।
রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে পাঁচ জন ইয়েমেনের নাগরিক। ১৫ জন অন্য দেশের। আগে আটক করা হয়েছিল, এমন ১১ জনকে জেরার পরে ছেড়েছে হুথিরা। ইয়েমেনে রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র জিন আলম জানিয়েছেন, হুথিদের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা চলছে। আটক করা কর্মীদের যাতে ছেড়ে দেওয়া হয় এবং রাষ্ট্রপুঞ্জের কেন্দ্রগুলির নিয়ন্ত্রণ যাতে তাদের হাতেই থাকে, সেই নিয়ে কথাবার্তা চলছে।
রাষ্ট্রপুঞ্জের অন্য এক কর্মী জানিয়েছেন, তাদের পরিষেবা কেন্দ্র থেকে ফোন-সহ যোগাযোগের সব প্রযুক্তি বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে হুথিরা। ইয়েমেনে হুথিদের অধিকৃত জায়গাগুলিতে রাষ্ট্রপুঞ্জ-সহ বিদেশি সংগঠনের যত কেন্দ্র রয়েছে, সেগুলিতে হানা দিচ্ছে হুথিরা। এখন পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের ৫০ জনকে আটক করেছে তারা। বছরের শুরুতে হুথিদের হেফজাতে মৃত্যু হয় এক কর্মীর।
২০২৩-এর অক্টোবরে গাজ়ায় সংঘর্ষ শুরুর পরেই ইজ়রায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল হুথি। পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের (সেন্টিকম) বাহিনী চলতি বছরের গোড়া থেকে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিম গোষ্ঠীর সরকারও শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কিন্তু রাজধানী সানা-সহ উত্তর ইয়েমেনের বিভিন্ন অংশ এখনও হুথিদের নিয়ন্ত্রণে। সেখান থেকেই প্রত্যাঘাত করছে তারা।