Advertisement
২৪ এপ্রিল ২০২৪
International News

হাব্‌ল টেলিস্কোপ পাঠিয়েছি আমরা, বেফাঁস মন্তব্য করে ট্রোলড পাক মন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় একের পর এক ব্যঙ্গ-বিদ্রূপের তির ছুটে আসে ইমরান খান সরকারের মন্ত্রীর ফাওয়াদ চৌধুরির দিকে।

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ০৬ মে ২০১৯ ১৮:০৯
Share: Save:

বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ হাব্‌ল-কে মহাকাশে পাঠিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা কেন্দ্র সুপারকো! এমন বেঁফাস মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরি।

রবিবার পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জিও নিউজে’র একটি অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদের বেমক্কা দাবি, “বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ হাব্‌লকে মহাকাশে প্রেরণ করেছে সুপারকো (স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন)।” এতেই ক্ষান্ত হননি তিনি। ওই অনুষ্ঠানের সঞ্চালকের কাছে তাঁর আরও দাবি, “একটি উপগ্রহে বসিয়ে তা মহাকাশে পাঠানো হয়েছে।”

গত কালের ওই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ব্যঙ্গ-বিদ্রূপের তির ছুটে আসে ইমরান খান সরকারের ওই মন্ত্রীর দিকে। রীতিমতো ট্রোলড করা হয় তাঁকে। টুইটারে এক ব্যক্তির সরস মন্তব্য, “এ বার হয়তো নাসার প্রধান ইস্তফা দেবেন। এবং ফাওয়াদ চৌধুরির মন্ত্রকের অধীনস্থ সুপারকো-র প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।” অন্য এক নেটিজেনের কটাক্ষ, ‘আপনি তো আপনার পূর্বসূরিদেরও ছাপিয়ে গিয়েছেন। আপনার পৃষ্ঠপোষকতায় মাত্র কয়েক দিনেই আমরা বুঝতে পারলাম ‘হাবল’ টেলিস্কোপকে মহাকাশে পাঠিয়েছে সুপারকো... অসাধারণ! ইমরান খান সরকারের উচিত, এ ধরনের আবিষ্কারককেই পুরস্কার হিসাবে মহাকাশে পাঠানো।”

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আরও পড়ুন: কয়েকশো পড়ুয়া এল মিষ্টি ঠাকুমাকে বিদায় জানাতে

আরও পড়ুন: জরুরি অবতরণে বিপর্যয়, মস্কোয় বিমানে আগুন, মৃত ৪১, ধরা পড়ল ভয়ানক ভিডিয়ো

কাকতালীয় ভাবে, গত নভেম্বরেরই ফাওয়াদ চৌধুরি বলেছিলেন, “যে সমস্ত রাজনৈতিক নেতার বিশৃঙ্খলার সৃষ্টি করেন, তাঁদের মহাকাশে পাঠিয়ে দেওয়া উচিত। আমি সুপারকো-কে নির্দেশ দেব যাতে তাঁরা আর মহাকাশ থেকে ফিরে আসতে না পারেন!” এ বার বেফাঁস মন্তব্যের জন্য সেই ফাওয়াদকেই মহাকাশে পাঠানোর প্রস্তাব দিলেন নেটিজেনরা।

(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE