Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিশালাকার জন্তু ভেসে এল সমুদ্রতীরে, লাল হয়ে গেল জল!

দিন দুয়েক আগের ঘটনা। হঠাৎই সমুদ্রের ধারে বিশাল এক আজব প্রাণীকে দেখে চমকে গিয়েছিলেন স্থানীয়রা। ঘটনাটি ইন্দোনেশিয়ার হুলুং বিচের। গত বুধবার এখানেই হঠাৎ বিরাট পাথরের মতো কিছু একটা জলের উপর দিয়ে মাথা তুলতে দেখেন স্থানীয়রা।

ইন্দোনেশিয়ার তীরে ভেসে আসা সেই বেলিন তিমি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

ইন্দোনেশিয়ার তীরে ভেসে আসা সেই বেলিন তিমি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ১০:১৪
Share: Save:

দিন দুয়েক আগের ঘটনা। হঠাৎই সমুদ্রের ধারে বিশাল এক আজব প্রাণীকে দেখে চমকে গিয়েছিলেন স্থানীয়রা।

ঘটনাটি ইন্দোনেশিয়ার হুলুং বিচের। গত বুধবার এখানেই হঠাৎ বিরাট পাথরের মতো কিছু একটা জলের উপর দিয়ে মাথা তুলতে দেখেন স্থানীয়রা। যে জায়গায় প্রাণীটিকে দেখা গিয়েছিল, সেখানকার জল ছিল টকটকে লাল। স্থানীয় আসরুল তুয়ানাকোটা নামে এক ব্যাক্তির প্রথম নজরে আসে বিষয়টি। তিনিই ডেকে বিষয়টা দেখান বাকিদের। তবে কিছু ক্ষণের মধ্যেই প্রাণীটি মারা যায়। প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের ধারণা, প্রাণীটি বিশালাকার একটি স্কুইড।

স্কুইডটি লম্বায় ছিল ২২ মিটার। চওড়ায় ৪ মিটার। ওজন অনুমানিক ৩৫ টন। কোনও কারণে স্কুইডটির শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ফলে লাল হয়ে যায় সমুদ্রের ওই অংশের জল। ঠিক কী কারণে স্কুইডটি মারা গিয়েছে, সেই কারণ জানতে স্থানীয় কলেজের গবেষকদল ওই এলাকায় পৌঁছেছে।

সমস্ত ঘটনাটিরই ভিডিও করেন স্থানীয়রা। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিওই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE