Advertisement
২৪ এপ্রিল ২০২৪

এর্ডোয়ানের সমর্থনে ইমরান খান

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনা জোটের অংশ হিসেবে গত কয়েক বছরে নিজেদের প্রায় ১১ হাজার সেনা খুইয়েছে কুর্দ সংখ্যাগরিষ্ঠ সিরিয়ান ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এসডিএফ)।

ইমরান খান।

ইমরান খান।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ০১:৩৭
Share: Save:

দু’দেশের সম্পর্ক পোক্ত করার লক্ষ্যে এবং কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের পাশে দাঁড়াতে চলতি মাসের শেষেই ইসলামাবাদ সফর করার কথা তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ানের। তার ঠিক আগে সিরিয়ায় কুর্দ-অভিযান নিয়ে আজ আঙ্কারার পাশে দাঁড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তুর্কি সেনা অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করে সম্প্রতিই ভারতের কাশ্মীর-নীতির কড়া সমালোচক এর্ডোয়ানকে একহাত নিয়েছিল নয়াদিল্লি। তাই পাকিস্তানের হঠাৎ এ ভাবে আগ বাড়িয়ে তুরস্ককে সমর্থন করার পিছনে অন্য অঙ্ক আছে বলেও মনে করছেন ভারতীয় কূটনীতিকদের একাংশ।

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনা জোটের অংশ হিসেবে গত কয়েক বছরে নিজেদের প্রায় ১১ হাজার সেনা খুইয়েছে কুর্দ সংখ্যাগরিষ্ঠ সিরিয়ান ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এসডিএফ)। এখন সেখানে আমেরিকা সেনা প্রায় নেই বললেই চলে। সেই সুযোগে তুর্কি যে ভাবে কুর্দদের নিশানা করছে, তাতে সমালোচনায় মুখর বিশ্বের একটা বড় অংশ। আর তখনই পাক প্রধানমন্ত্রীর দফতর সূত্রের খবর, কাল এর্ডোয়ানকে ফোন করে সিরীয় অভিযান নিয়ে সমর্থন জানিয়েছেন ইমরান। বলেছেন, ‘‘নানাবিধ জঙ্গি হামলায় নিজের ৪০ হাজার নাগরিক খোয়ানো তুরস্কের পাশেই দাঁড়াতে চায় পাকিস্তান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Imran Khan Turkey Recep Tayyip Erdoğan Syria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE