আমেরিকায় বেসরকারি বিনিয়োগকারী সংস্থার (প্রাইভেট ইক্যুইটি ফার্ম) অধীনস্থ হাসপাতালগুলিতে রোগী মৃত্যুর হার অন্য হাসপাতালগুলির তুলনায় বেশি। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের সঙ্গে যৌথ ভাবে এই সমীক্ষা করেছে পিট্সবার্গ এবং শিকাগো বিশ্ববিদ্যালয়। ওই সমীক্ষায় উঠে এসেছে, হাসপাতালের জরুরি বিভাগে রোগী মৃত্যুর হার এই ধরনের হাসপাতালগুলিতে অনেকটাই বেশি। আমেরিকায় বেসরকারি বিনিয়োগকারী সংস্থার আওতায় ৪৯টি হাসপাতাল এবং ওই সংস্থাগুলির অধীনস্থ নয়, এমন ২৯৩টি হাসপাতালে সমীক্ষা চালানো হয়। সম্প্রতি সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ‘জার্নাল অ্যানাল্স অব ইন্টারন্যাল মেডিসিন’-এ। সমীক্ষায় উঠে এসেছে, আমেরিকায় হাসপাতালগুলির নিয়ন্ত্রণ বেসরকারি সংস্থাগুলির হাতে যাওয়ার পরে কর্মীদের সংখ্যা এবং তাঁদের বেতন উল্লেখযোগ্য ভাবে কমেছে। হাসপাতালগুলির জরুরি বিভাগের কর্মীদের বেতন কমেছে ১৮ শতাংশ। আইসিইউ-র কর্মীদের বেতন ১৬ শতাংশ কমেছে। রোগী মৃত্যুর হার বৃদ্ধির নেপথ্যে এগুলিকে অন্যতম সম্ভাব্য কারণ হিসেবেদেখানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)