অ্যাপল কর্তাকে ভুল নামে ডেকে বসলেন ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের কাছে হাসির খোরাকে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
চলতি সপ্তাহের বুধবারের ঘটনা। কর্মক্ষেত্রের সুযোগ সুবিধা, নীতি-নিয়ম নির্ধারণ নিয়ে হোয়াইট হাউসে বিশেষ বৈঠক বসেছিল আমেরিকান ওয়ার্কফোর্স পলিসি অ্যাডভাইসরি বোর্ডের।
ডোনাল্ড ট্রাম্প, তাঁর মেয়ে তথা উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকে যোগ দিয়েছিলেন অ্যাপল কর্তা টিম কুকও। দিব্য আলাপ-আলোচনা চলছিল। তার মধ্যেই আচমকা টিম কুককে ‘টিম অ্যাপল’ বলে বসেন ডোনাল্ড ট্রাম্প।