Advertisement
২০ এপ্রিল ২০২৪

চিনকে ফের চ্যালেঞ্জ ছুড়ে মায়ানমারে নোঙর করল ভারতের দুই যুদ্ধজাহাজ

চিনের উদ্বেগ আরও বাড়িয়ে এ বার মায়ানমারে যুদ্ধজাহাজ পাঠিয়ে দিল ভারত। মায়ানমারের রাজধানী ইয়াঙ্গনের বন্দরে দুই ভারতীয় রণতরীর নোঙরের খবর বুধবার সামনে এসেছে। চিন সতর্ক নজর রাখা শুরু করেছে গোটা পরিস্থিতির উপরে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২০
Share: Save:

চিনের উদ্বেগ আরও বাড়িয়ে এ বার মায়ানমারে যুদ্ধজাহাজ পাঠিয়ে দিল ভারত। মায়ানমারের রাজধানী ইয়াঙ্গনের বন্দরে দুই ভারতীয় রণতরীর নোঙরের খবর বুধবার সামনে এসেছে। চিন সতর্ক নজর রাখা শুরু করেছে গোটা পরিস্থিতির উপরে। ভারতীয় নৌসেনা ঠিক কত জনকে পাঠিয়েছে মায়ানমারে, তারও বিশদ হিসেব প্রকাশ করেছে চিনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া।

নৌসেনার যে দু’টি জাহাজ মায়ানমারে গিয়েছে, সেগুলি হল আইএনএস সরযূ এবং আইএনএস বিত্রা। আধিকারিক, জওয়ান ও অন্য নাবিকদের মিলিয়ে ভারতীয় নৌসেনার মোট ১৭৪ জনের দল এখন ইয়াঙ্গনে রয়েছে। ভারতীয় রণতরীর ইয়াঙ্গনে নোঙর করার খবর বুধবার প্রকাশ্যে এলেও ঠিক কবে সেগুলি ইয়াঙ্গনে পৌঁছেছে, তা জানা যায়নি। বৃহস্পতিবারও ভারতের যুদ্ধজাহাজ ইয়াঙ্গনের বন্দরেই থাকবে। ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ মায়নমারের রাজধানীতে হাজির হওয়ায় চিন বেশ উদ্বিগ্ন। পরিস্থিতির উপর বেজিং যে সতর্ক নজর রাখছে, চিনা সংবাদ সংস্থা জিনহুয়ায় প্রকাশিত খবরেই তার প্রমাণ মিলেছে। ভারতীয় নৌসেনা মায়ানমারের কী করছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রকাশ করেছে জিনহুয়া। মায়ানমারের সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক বাড়লে সে দেশে চিনের পুরনো আধিপত্য কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। মায়নমারকে নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তুলে প্রথমে ভারত মহাসাগর এবং তার পরে বঙ্গোপসাগরে প্রভাব বিস্তারের ছক কষেছিস বেজিং। কিন্তু নয়াদিল্লি-ইয়াঙ্গনের বাড়তে থাকা ঘনিষ্ঠতা বেজিং-এর সেই ছক ভেস্তে দিচ্ছে।

আরও পড়ুন:

চিনকে চ্যালেঞ্জ ছুড়ে শ্রীলঙ্কায় নোঙর করল ভারতের দুই যুদ্ধজাহাজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE