মুক্তি পাচ্ছেন পাকিস্তানের কব্জায় থাকা ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বৃহস্পতিবারএ কথা ঘোষণা করেছেন। শান্তির বার্তা দিতেই ভারতীয় পাইলটকে ফেরানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সামরিক সক্ষমতা এবং প্রবল কূটনৈতিক তৎপরতাতেই এটা সম্ভব হল বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা মনে করছেন।
ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান বুধবার আটক হয়েছেন পাকিস্তানের হাতে। পাক বায়ুসেনার বেশ কয়েকটি যুদ্ধবিমান ওই দিন সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছিল। তাদের চ্যালেঞ্জ করতে গিয়েই পাক আকাশসীমায় ঢুকে পড়েন অভিনন্দন। পাক হামলায় তাঁর মিগ-২১ বিমানটি ধ্বংস হয়। তিনি প্যারাশুটে করে বিমান থেকে বেরিয়ে পড়েন। কিন্তু, অভিনন্দনপাক অধিকৃত কাশ্মীরেই নামতে বাধ্য হন এবং পাক বাহিনী তাঁকে আটক করে।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির যৌথ অধিবেশনে ইমরান এ দিন ভাষণ দেবেন, তা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু এত বড় ঘোষণা ইমরান করবেন, তা সে ভাবে আঁচ করা যায়নি। শুক্রবারই উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান মুক্তি দিচ্ছে— এ কথা ঘোষণা করে ইমরান বলেন, ‘‘শান্তির বার্তা দিতেই এই পদক্ষেপ।’’ পাক প্রধানমন্ত্রী জানান, পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে যাওয়া’ উচিত নয়। নিয়ন্ত্রণের বাইরে গেলে ‘পাকিস্তানকেও প্রত্যাঘাত করতে হবে’ বলে তিনি মন্তব্য করেন। ইমরানের কথায়, ‘‘বহু দেশ ভুল সিদ্ধান্ত নিয়ে ধ্বংস হয়ে গিয়েছে। যুদ্ধ কোনও সমাধান নয়। ভারত যদি কোনও পদক্ষেপ করে, তা হলে আমাদের প্রত্যাঘাত করতেই হবে।’’