Advertisement
E-Paper

অ-সুখ বাড়ছে ভারতে, বলছে নতুন রিপোর্ট

নাগরিকদের আয়, ব্যক্তি স্বাধীনতা, সরকারের উপর আস্থা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, সামাজিক সাহায্য-সহ বিভিন্ন মাপকাঠিতে সুখী দেশ নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০১:৫২
বিশ্ব সুখ দিবসে রাষ্ট্রপুঞ্জের সুখী দেশ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে।

বিশ্ব সুখ দিবসে রাষ্ট্রপুঞ্জের সুখী দেশ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে।

সুখে নেই ভারত! আজ, বিশ্ব সুখ দিবসে রাষ্ট্রপুঞ্জের সুখী দেশ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, গত বছরের তুলনায় সাত ধাপ নেমে ১৫৬টি দেশের মধ্যে ভারত রয়েছে ১৪০ নম্বরে। পাকিস্তান ৬৭, চিন ৯৩, বাংলাদেশ রয়েছে ৯৩তম স্থানে। টানা দ্বিতীয়বার এক নম্বরে ফিনল্যান্ড।

নাগরিকদের আয়, ব্যক্তি স্বাধীনতা, সরকারের উপর আস্থা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, সামাজিক সাহায্য-সহ বিভিন্ন মাপকাঠিতে সুখী দেশ নির্ধারণ করা হয়েছে। গত এক বছরে এই সব মাপকাঠিতে ভারতের মান যে ‘অচ্ছে’ নয়, তা স্পষ্ট।

নিউজ়িল্যান্ড রয়েছে আট নম্বরে। বিশ্লেষকদের ব্যাখ্যা, পরস্পরকে আঁকড়ে থেকে, বিপদ একসঙ্গে অতিক্রম করার মানসিকতা সাম্প্রতিক হামলার পর দেখা গিয়েছে। সে কারণেই সুখ বেশি সে দেশে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তবে রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বে সুখী মানুষের সংখ্যা কমেছে। বরং মানুষের মধ্যে বেড়েছে, রাগ, দুঃখ। আর মহাশক্তিধর হলেই যে মহা সুখে ভরপুর নয়, তা-ও বোঝা গিয়েছে তালিকায় আমেরিকা, চিনের অবস্থান দেখে। প্রথম দশে তারা কেউ নেই। আমেরিকা রয়েছে ১৯তম স্থানে। জার্মানি ১৫ থেকে ১৭য়, জাপান ৫৪ থেকে ৫৮-য়, চিন ৮৬ থেকে ৯৩য়ে নেমেছে। ব্রিটেন অবশ্য ১৮ থেকে ১৫য় উঠেছে।

তালিকা অনুযায়ী, দক্ষিণ সুদানের নাগরিকেরা সবচেয়ে দুঃখী। তালিকার শেষ দিকে রয়েছেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আফগানিস্তান, তানজ়ানিয়া ও রোয়ান্ডার অধিবাসীরা।

International Day Of Happiness Relationship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy