লাদেনকে ‘হিরো’ বলার পর ২৪ ঘণ্টাও কাটল না। তাঁর মন্তব্যের জন্য তীব্র আক্রমণের সম্মুখীন হলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। বৃহস্পতিবার এক সাক্ষাত্কারে মুশারফ জানিয়েছিলেন, লাদেন তাদের হিরো ছিল। আর এর পরেই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানালো কংগ্রেস, বিজেপি-সহ বিভিন্ন রাজনৈতিক দল।
ভারত বিরোধী সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খুলে প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ জানিয়েছেন, কী ভাবে সন্ত্রাসে মদত জোগায় তাঁর সরকার। কী ভাবে তাঁর দেশে লাদেন, লকভি, হাফিজ সইদ হিরো হিসেবে গণ্য হয়। সত্যিটা সামনে আসার পর অবশ্য এতটুকু সময় নষ্ট করেনি ভারত। ভারতে সন্ত্রাস চালানো ‘মোস্ট ওয়ান্টেড’ সইদ, দাউদদের ভারতের হাতে তুলে দেওয়ার দাবিতে সরব হয়েছে তারা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কটাক্ষ, ‘‘দেশের হিরো যেমন হবে, জনতাও তো তেমনই হবে।’’ কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি পাকিস্তানকে সন্ত্রাসের কারখানা বলে মন্তব্য করেছেন। কেন্দ্রীয়মন্ত্রী বেঙ্কাইয়া নাইড়ু বলেন, “অবশেষে সত্যিটা স্বীকার করল পাকিস্তান। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের সদিচ্ছা থাকলে পাকিস্তানের উচিত এখনই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”
বিষয়টি নিয়ে ভারতে নিযুক্ত পাক হাই কমিশনার আব্দুল বাসিতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই প্রসঙ্গে আমি পরে প্রতিক্রিয়া জানাব।”
সন্ত্রাস নিয়ে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের উপরে চাপ ক্রমশ বাড়ছে। মুশারফের সাম্প্রতিক মন্তব্যের পর সেই চাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।
এই সংক্রান্ত অন্য খবর:
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy