Advertisement
E-Paper

বিএলএ-দের সভায় মমতা। নতুন দলের নাম ঘোষণা করবেন হুমায়ুন। বাংলাদেশ কোন পথে। আবহাওয়া... আর কী আছে

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিএলএ-দের নিয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন নিজের দলের বিএলএ-দের বার্তা দেবেন ঠিক সেই সময় বিধানসভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

শীতের দাপট কলকাতায়। আজ সেই কনকনে আবহে রাজনৈতিক উত্তাপ ছড়াবে বলেই মনে করা হচ্ছে। সপ্তাহের প্রথম দিনেই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিএলএ-দের নিয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন নিজের দলের বিএলএ-দের বার্তা দেবেন ঠিক সেই সময় বিধানসভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, বিধানসভায় বিজেপির বেশ কিছু বিধায়ককেও তলব করেছেন তিনি। মমতার বক্তৃতার দিকে নজর রাখবে বিজেপি পরিষদীয় দল। মমতা বিজেপি নেতৃত্বকে আক্রমণ করলেই বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করে জবাব দেবেন নন্দীগ্রাম বিধায়ক।

মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর আজ নিজের নতুন দলের নাম ঘোষমা করবেন। বাবরি মসজিদ তৈরির ঘোষণা করে তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন। তার পরেই নতুন দল গড়ে তৃণমূলকেই হারানোর ডাক দিয়েছেন তিনি। বিধায়কের দাবি, তাঁর দলের অবস্থান তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। বেলডাঙার অদূরে সভা করছেন। আজ নজর থাকবে সেদিকে।

যুবভারতী স্টেডিয়ামে ফুটবলার লিয়োনেল মেসির সফরে বিশৃঙ্খলাকে কেন্দ্র করে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ তিন জন ওই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন। আজ উচ্চ আদালতে ওই মামলাগুলির শুনানি রয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ শুনানি হতে পারে। মামলা শুনবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। এর আগে গত বৃহস্পতিবার মামলাগুলির শুনানি হওয়ার কথা ছিল। রাজ্যের পক্ষ থেকে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। আজ এই মামলাতে হাই কোর্ট কী জানায় সে দিকে নজর থাকবে।

হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশে সম্প্রতি ময়মনসিংহের ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন আরও বৃদ্ধি পেয়েছে। দীপুচন্দ্র দাসের হত্যার বিচারের দাবি তুলেছে ভারত। উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েও। পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশও। পড়শি দেশের উদ্ভূত পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে কমিশন। এখন শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া। যে ভোটারদের তথ্য নিয়ে কমিশন পুরোপুরি নিশ্চিত নয়, তাঁদের শুনানির জন্য নোটিস পাঠানো শুরু করেছে কমিশন। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আগামী তিন দিন গোটা রাজ্যে তাপমাত্রায় বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। তবে শীতের আমেজ বজায় থাকবে। বড়দিনের সময় ফের তাপমাত্রা কমে যেতে পারে। তার পর থেকে ধীরে ধীরে পারদপতন শুরু হবে। বড়দিন থেকে বর্ষশেষ পর্যন্ত কিছুটা কম থাকতে পারে তাপমাত্রা।

News of the Day SIR Mamata Banerjee Suvendu Adhikari Babri Mosque Humayun Kabir Lionel Messi Yuva Bharati Krirangan Bangladesh Election Commission Weather Update
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy