Advertisement
২০ এপ্রিল ২০২৪
India

ভারত ও রাশিয়ার বৈঠক পিছিয়ে গেল

গত কুড়ি বছরের মধ্যে এই প্রথম পিছিয়ে গেল ভারত রাশিয়া বার্ষিক সম্মেলন।

ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

 নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ০৩:১৩
Share: Save:

গত কুড়ি বছরের মধ্যে এই প্রথম পিছিয়ে গেল ভারত রাশিয়া বার্ষিক সম্মেলন। বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে। সম্প্রতি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমন্বয়ের ক্ষেত্রে নয়াদিল্লির কোয়াড (আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের চর্তুদেশীয় অক্ষ) নির্ভরতা নিয়ে প্রকাশ্যেই বিরোধিতা জানিয়েছিল মস্কো। প্রশ্ন উঠছে, আমেরিকার প্রতি ভারতের কৌশলগত নির্ভরতার জবাব হিসাবেই, মস্কো বার্ষিক সম্মেলন পিছিয়ে দিল কি না। আজ কংগ্রেস নেতা রাহুল গাঁধী এই সংক্রান্ত একটি সংবাদপত্রের রিপোর্ট উল্লেখ করে বলেছেন, ‘রাশিয়া ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র। আমাদের ঐতিহ্যগত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা হলে তা অদূরদর্শিতার কাজ হবে, যা ভবিষ্যতের জন্য বিপজ্জনক।’

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অবশ্য এর মধ্যে কূটনৈতিক মন কষাকষির তত্ত্বকে উড়িয়ে গিয়ে বিবৃতি দিয়ে বলেছেন, ‘কোভিড অতিমারির কারণে ২০২০ সালের ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনের আয়োজন করা গেল না। দুই সরকার মিলিত ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে যে সব কথা বলা হচ্ছে, তা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মিথ্যা গুজব ছড়ানো দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Russia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE