রুশ অস্ত্রে ভরসা রেখে ভারত কার্যত, ফাটল ধরিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অন্দরেই! রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ‘এস-৪০০’ কেনার চুক্তিতে সই করার পর ভারতের বিরুদ্ধে আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে কি না, তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মধ্যে।
তবে চূড়ান্ত সিদ্ধান্তের ‘চাবি’টা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের হাতেই। সেই প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝানোর ক্ষেত্রে কে বেশি সফল হল, ম্যাটিস না বোল্ট, তার ওপরেই নির্ভর করছে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রশ্নটি। মার্কিন পণ্যে শুল্ক চাপানোর ব্যাপারে দিল্লির উৎসাহ দেখে হালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য ভারতকে কিছুটা কটাক্ষ করে ‘টারিফ কিং’-এর তকমা দিয়েছেন।
মার্কিন কংগ্রেস সূত্রের খবর, ম্যাটিস চাইছেন, ভারতকে ‘নরম চোখে’ দেখা হোক। রাশিয়ার কাছ থেকে ‘এস-৪০০’ কেনার চুক্তি সই করার দায়ে ভারতের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি না হওয়াটাই শ্রেয়। পক্ষান্তরে, বোল্টন চাইছেন, ভারতের বিরুদ্ধে এখনই ওই নিষেধাজ্ঞা জারি হোক। বোল্টনের বক্তব্য, গত মাসেই যখন রুশ ‘এস-৪০০’ কেনার জন্য চিনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়েছে, তখন ভারতই বা ছাড় পাবে কেন? ম্যাটিসের সুবিধা, তুলনায় সুর ‘নরম’ হলেও, এ ব্যাপারে তাঁর পাশে রয়েছেন বিদেশসচিব মাইক পম্পায়োও।