ভারত-মার্কিন শুল্ক-যুদ্ধে কি ইতি পড়তে চলেছে? ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত তেমনই। জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের ফাঁকে আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগেমার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন,‘‘আমরা একটা বড় ঘোষণা করতে চলেছি, বিরাট বাণিজ্যিক চুক্তি।’’আবার বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন, বাণিজ্য-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।গতকালইট্রাম্প বলেছিলেন, ভারতের উচিত বর্ধিত শুল্ক তুলে নেওয়া। এ নিয়ে তিনি মোদীর সঙ্গে কথা বলবেন। এর পর ট্রাম্পের এই মন্তব্যের পরই শুল্ক বিবাদ মেটার জল্পনা তুঙ্গে উঠেছে।
আজ থেকে ওসাকায় শুরু হয়েছে জি-২০ সম্মেলন। এই সম্মেলনের ফাঁকেই ইন্দো-মার্কিন দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকের আগেই ট্রাম্প বলেছেন, আমি মনে করি, আমরা বিরাট একটা ঘোষণা করতে চলেছি। বিরাট একটা বাণিজ্যিক চুক্তি। বাণিজ্য ও উৎপাদন ক্ষেত্রে ভারতের সঙ্গে আমরা বড় কাজ করছি।
ট্রাম্পের সঙ্গে আলোচনা ‘বৃহত্তর ক্ষেত্র’ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী মোদীও বলেন, ‘‘প্রযুক্তি, প্রতিরক্ষা এবং নিরাপত্তা এবং অবধারিত ভাবেই বাণিজ্য নিয়ে কথা হয়েছে। আমেরিকার সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করতে আমরা বদ্ধপরিকর।’’