ভাবী মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট হাউসের টিমে কি এ বার ঢুকে পড়তে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত কোনও মহিলা?
দক্ষিণ ক্যারোলিনার দু’-দু’বারের গভর্নর নিক্কি হ্যালিকে নিয়ে এই জল্পনার পালে এখন জোর বাতাস লেগেছে। হোয়াইট হাউস সূত্রের খবর, হ্যালিই হতে চলেছেন পরবর্তী মার্কিন বিদেশ সচিব। যাঁকে হারিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, সেই ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনও বিদায়ী ওবামা প্রশাসনে এক সময় বিদেশ সচিবেরই দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবারই ট্রাম্পের সঙ্গে দেখা করবেন ৪৪ বছর বয়সী নিক্কি। ট্রাম্পের সঙ্গে এ দিন দেখা করবেন প্রাক্তন বিদেশ সচিব হেনরি কিসিঞ্জার, অবসরপ্রাপ্ত জেনারেল জ্যাক কেইন, অ্যাডমিরাল মাইক রজার্স ও কেন ব্ল্যাকওয়েল। তবে এঁদের মধ্যে থেকে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নিক্কিকেই পরবর্তী বিদেশ সচিব হিসেবে ট্রাম্পের বেছে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- সুইডেনে যাবেন না ডিলান