Advertisement
E-Paper

আকাশসীমা ভেঙে ঢুকেছে ভারতীয় ড্রোন: চিন

বৃহস্পতিবার চিনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সীমান্তে থাকা সেনারাই ওই ড্রোনটিকে চিহ্নিত করেছেন। এই ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করে ঘটনার নিন্দা করেছে চিন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭ ১৩:২০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চিনের আকাশপথের সীমা লঙ্ঘন করেছে ভারতীয় ড্রোন। এমনটাই অভিযোগ করল চিন

সে দেশের সেনাবাহিনীর দাবি, সম্প্রতি ইন্দো-চিন সীমান্ত পেরিয়ে একটি ‘আনম্যানড এরিয়াল ড্রোন’ (ইউএভি) ঢুকে পড়ে। এবং সেখানেই তা ভেঙে পড়ে। চিনের এই দাবি নিয়ে এখনও মুখ খোলেনি ভারত

বৃহস্পতিবার চিনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সীমান্তে থাকা সেনারাই ওই ড্রোনটিকে চিহ্নিত করেছেন। এই ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করে ঘটনার নিন্দা করেছে চিন। জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের কমব্যাট ব্যুরো-র উপপ্রধান ঝাং শুইলি বলেন, “ভারতের এই পদক্ষেপের ফলে সীমান্ত এলাকায় চিনের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।” তবে ঠিক কবে বা কোথায় ওই ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত ভাবে ওই প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন

আধার জুড়তে সময় বাড়াচ্ছে কেন্দ্র, তবে সবার জন্য নয়

ট্রাম্পের বিতর্কিত ঘোষণা: জেরুসালেম ইজরায়েলের রাজধানী

যৌন নির্যাতন? কী বলছে হাসপাতালের রিপোর্ট?

চলতি মাসেই দিল্লিতে ভারত, রাশিয়া ও চিনের বিদেশমন্ত্রীদের মধ্যে এক বৈঠক হওয়ার কথা। তাতে যোগ দিতে ১১ ডিসেম্বর এ দেশে আসবেন চিনের বিদেশমন্ত্রী ওয়াঙ ই। ওই বৈঠকে সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা হওয়ার কথা ভারত-চিনের।

China India Indian Unmanned Aerial Vehicle UAV Indian drone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy