আমেরিকার সেনার ক্ষেপণাস্ত্রে কলম্বিয়ার মৎস্যজীবীর মৃত্যু ‘রাষ্ট্র অনুমোদিত খুন’ বলে সুর চড়ালেন আমেরিকান কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভুত ডেমোক্র্যাট প্রার্থী সৈকত চক্রবর্তী। নিজের এক্স হ্যান্ডলে আজ তিনি লিখেছেন, আমরা আমেরিকায় আমাদের নিজেদের নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতাএতটাই স্বাভাবিক করে ফেলেছি যে এই ঘটনা খুব কমই নজরে আসবে। কারণ, এ তো অন্য দেশেরলোক ছিল!’
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এবং আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের বার্ষিক অধিবেশনে যোগ দিতে গিয়ে নিউ ইয়র্কের রাস্তায় প্যালেস্টাইন-পন্থী বিক্ষোভে শামিল হয়েছিলেন পেত্রো। তার জেরে তাঁর ভিসা বাতিল করে আমেরিকা। এর পরে পেত্রোকে মাদক পাচারকারীদের মাথা বলে উল্লেখ করে ট্রাম্প দাবি করেছেন, কলম্বিয়ার একটি মাদক ভর্তি ডুবো জাহাজ তাঁর সেনাধ্বংস করে দিয়েছে এবং তাতে দুই ‘জঙ্গির’ মৃত্যু হয়েছে। পেত্রোপাল্টা দাবি করেছেন, কলম্বিয়ার সার্বভৌমত্বে আঘাত করেছেন ট্রাম্প এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে এক নিরীহ মৎস্যজীবীকে খুন করা হয়েছে। নিহতের সঙ্গে মাদকের কোনও যোগই ছিল না।
রিপাবলিকানদের প্রার্থী ন্যান্সি পেলোসির প্রতিদ্বন্দ্বী সৈকত ইতিমধ্যেই প্রচারে নজর টেনেছেন। ট্রাম্প প্রশাসনের একাধিক সিদ্ধান্তের চড়া সুরে প্রতিবাদ করার পাশাপাশি আমেরিকাকে নিরাপদ এবং বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দিয়ে তাঁর প্রচার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এ বারে কলম্বিয়ার মৎস্যজীবীর মৃত্যু নিয়ে তাঁর প্রতিবাদ কলম্বিয়া-সহ দক্ষিণ আমেরিকার অভিবাসীদের মধ্যে দাগ কাটবে বলে মনেকরছেন অনেকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)