Indian Origin Entrepreneur spends 50 crore for 6 Rolls Royce car dgtl
৫০ কোটি টাকা দিয়ে গাড়ি কিনলেন এই ভারতীয় বংশোদ্ভূত
সম্প্রতি তিনি কিনেছেন ছ’টি নতুন রোলস রয়েস গাড়ি। ৫০ কোটি টাকা দিয়ে ওই গাড়িগুলি কিনেছেন তিনি।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:০৫
ব্রিটেনের উদ্যোগপতি রুবেন সিংহ। ছবি রুবেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
রুবেন সিংহ। ব্রিটেনের অন্যতম ধনী উদ্যোগপতি। ভারতীয় বংশোদ্ভূত এই ব্যবসায়ী ‘ব্রিটেনের বিল গেটস’ নামেও সারা বিশ্বে পরিচিত। দামি গাড়ির শখ তাঁর অনেক দিনের। পৃথিবীর বিভিন্ন বিলাসবহুল গাড়ি শোভা পায় তাঁর গ্যারাজে। সম্প্রতি তিনি কিনেছেন ছ’টি নতুন রোলস রয়েস গাড়ি। ৫০ কোটি টাকা দিয়ে ওই গাড়িগুলি কিনেছেন তিনি।
নতুন রোলস রয়েস গাড়ির ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন তিনি। সঙ্গে ক্যাপশন, ‘জুয়েলস কালেকশন বাই সিং’। রুবেনের কেনা ছ’টা গাড়ির মধ্যে তিনটি ‘প্যান্থম লাক্সারি সেডান’ এবং বাকি তিনটি ‘কালিনান লাক্সারি এসইউভি’।
রুবেন ‘অলডেপিএ’ নামের এক সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী অফিসার।
এর আগে ২০১৭ সালে ‘সেভেন ডে রোলস-রয়েস টারবান চ্যালেঞ্জ’-এর জন্য ইন্টারনেটে আলোচিত হয়েছিলেন রুবেন সিংহ। সে বার পর পর সাত দিন সাতটি ভিন্ন রঙের রোলস রয়েস নিয়ে বেরিয়েছিলেন তিনি। তবে প্রতিদিন তিনি পাগড়ি পরতেন গাড়ির রঙের সঙ্গে সাযুজ্য রেখে।
এই ছ’টি রোলস রয়েস কেনার পর তাঁর গ্যারাজে রোলস রয়েসের সংখ্যা হল কুড়ি।
(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
Best Value
প্রতি বছরে
5,148
1,999
প্রতি মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে