ইরানে থাকা শঙ্কিত ভারতীয় পড়ুয়ারা এখন সে দেশ থেকে ফিরে আসতে চাইছেন। সেই ব্যবস্থা করার জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন তাঁরা।
ইরান-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতিতে কয়েক দিন ধরেই নিয়মিত হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে চলেছে। এই অবস্থায় অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছেন ইরানে বসবাসকারী ভারতীয় পড়ুয়ারা। তেহরান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সেস-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া তাবিয়া জ়াহরা বলেন, ‘‘এখনও পর্যন্ত পরিস্থিতি অনেকটাই শান্ত, আমরা নিরাপদেই রয়েছি। কিন্তু খুবই আতঙ্কের ভিতরে দিন কাটছে। কারণ, ভোর সাড়ে তিনটের সময়ে ইজ়রায়েলের হামলা শুরু হয়েছিল। বিস্ফোরণের জেরে মাটি কেঁপে উঠেছিল। সেই সময়ে খুবই ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল আমাদের।’’ জ়াহরা জানান, ইন্টারনেট মাঝেমধ্যেই কাজ করছে না এবং নিরাপত্তার অভাব নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন তাঁরা। তবে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকেরা ভারতীয় পড়ুয়াদের সঙ্গে দেখা করে তাঁদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু কোন জায়গাগুলি নিরাপদ, সে সম্পর্কে কিছুইবলেননি তাঁরা।
কাশ্মীর থেকে তেহরানে ডাক্তারি পড়তে গিয়েছেন জ়াহরা। তাঁর এক সহপাঠী, আলিশা রিজ়ভি গিয়েছেন উত্তরপ্রদেশের আজ়মগড় থেকে। আলিশা বলেন, ‘‘জরুরি পরিস্থিতির জন্য ভারতীয় দূতাবাস আমাদের ঠিকানা, মোবাইল নম্বর জানাতে বলেছে। যদি আমাদের ফেরানোর প্রয়োজন হয়, সেজন্য তথ্য সংগ্রহ করছেন তাঁরা।’’ ইজ়রায়েলের হামলার পরে তেহরানের বিমানবন্দর বন্ধ রয়েছে বলেজানিয়েছেন তাবিয়া ও আলিশা। যুদ্ধ পরিস্থিতিতে ইরান থেকে ভারতীয় পড়ুয়াদের ফেরানোর ব্যবস্থা করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আর্জি জানিয়েছে জম্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। সংস্থার জাতীয় আহ্বায়ক নাসির খুয়েমি বলেন, ‘‘সাহায্য চেয়ে পড়ুয়া এবং তাঁদের পরিবারগুলি থেকে ফোন পাচ্ছি আমরা। সরকারকে আর্জি জানাচ্ছি, পড়ুয়াদের ফেরানো যদি অবশ্যম্ভাবী হয়ে পড়ে, সেজন্য প্রস্তুতি রাখতে।’’ ইরানে ভারতীয় দূতাবাসও পড়ুয়াদের জরুরি ভিত্তিতে তাঁদের যোগাযোগের তথ্য জানাতে বলেছে। অযথা বাইরে না বার হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। বলা হয়েছে সতর্কথাকার জন্য।
এরই মধ্যে সমাজমাধ্যমে আজ ইরানের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, গতকাল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইজ়রায়েলি হামলায় ইরানের নাগরিকদের নিহত হওয়ার ঘটনা নিয়ে সমবেদনা জানিয়েছেন জয়শঙ্কর। ফ্রান্সের বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ টেনে জয়শঙ্কর ওই এলাকায় উত্তেজনা প্রশমনের জন্য আন্তর্জাতিক স্তরে উদ্যোগের প্রয়োজনীয়তাকে তুলে ধরেছেন। ইজ়রায়েলের হামলার নিন্দা করে ইরানের পাশে থাকার জন্য ভারতের প্রশংসা করেছেন ইরানের বিদেশমন্ত্রী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)