ইন্দোনেশিয়ায় জেগে উঠল তিনটি আগ্নেয়গিরি। যার জেরে আকাশ ছেয়ে গিয়েছে ঘন কালো ধোঁয়ায়। ফলে উড়তেই পারল না বেশ কিছু বিমান। বালির কাছে লম্বক দ্বীপের মাউন্ট রিনজানি, সুমাত্রা দ্বীপের সিনাবাঙ এবং মলুক্কাস দ্বীপপুঞ্জের মাউন্ট গামালামা— এই তিনটি আগ্নেয়গিরি থেকে গত কয়েক দিন ধরেই অগ্ন্যুৎপাত চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল লম্বকের আন্তর্জাতিক বিমানবন্দর। আর বুধবার বন্ধ রাখা হয়েছিল টারনেটের সুলতান বাবুল্লাহ বিমানবন্দর।