Advertisement
২০ এপ্রিল ২০২৪
International News

খাশোগি খুনের খবর রুখতে অ্যামাজন কর্তার ফোন হ্যাক করিয়েছিল সৌদি সরকার!

গত বছর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটেই খুন হন সাংবাদিক জামাল খাশোগি।

অ্যামাজন-কর্তা জেফ বেজোস। -ফাইল ছবি

অ্যামাজন-কর্তা জেফ বেজোস। -ফাইল ছবি

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১৫:২০
Share: Save:

সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির খুনের ঘটনার তদন্ত বন্ধ করানোর জন্য মার্কিন দৈনিক ‘দ্য ওয়াশিটংন পোস্ট’-এর মালিক ‘অ্যামাজন’-এর সিইও জেফ বেজোসের মোবাইল ফোন হ্যাক করানো হয়েছিল। সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের নির্দেশে। গত বছর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটেই খুন হন সাংবাদিক জামাল খাশোগি।

কারা তাঁর ফোন কেন হ্যাক করেছিল, জানার জন্য বেজোস যে তদন্তকারীদের নিয়োগ করেছিলেন, তাঁদের প্রধান গাভিন দ্য বেকার একটি ওয়েবসাইট ‘দ্য ডেলি বিস্ট’-এ তাঁর লেখায় এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘এটা স্পষ্ট, এমবিএস (সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের নামের তিনটি আদ্যক্ষর) ওয়াশিংটন পোস্টকেই তাঁর সবচেয়ে বড় শত্রু মনে করেছিলেন। তাই সৌদি সরকারই বেজোসের ফোন হ্যাক করিয়েছিল, অ্যামাজন-কর্তার গোপন খবরাখবর জানতে।’’

বেজোসের মোবাইল ফোন থেকেই হ্যাকাররা বার করে এনেছিলেন অ্যামাজন-কর্তার বিবাহবহির্ভুত সম্পর্কের গোপন ছবি ও চিঠিচাপাটি। প্রকাশ করার জন্য সে সব তুলে দেওয়া হয়েছিল ‘এনকোয়ারার’ নামে একটি মার্কিন ম্যাগাজিনের হাতে। খাশোগি হত্যার তদন্ত রিপোর্ট বন্ধ করানোর জন্য সেই ম্যাগাজিনের তরফে হুমকি ফোন গিয়েছিল বেজোসের কাছে।

নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগি

ওয়াশিংটন পোস্টের মালিক বেজোসকে বলা হয়েছিল, খাশোগি হত্যার পিছনে কারা তা খুঁজে বের করার দরকার নেই। ওই সম্পর্কিত খবর বেরলে বেজোসের বিবাহবহির্ভুত সম্পর্কের গোপন ছবি ও চিঠিচাপাটি প্রকাশের হুমকি দেওয়া হয়। বেকার লিখেছেন, ‘‘বেজোস পিছিয়ে যেতে রাজি হননি। তখন তাঁর ব্যক্তিগত জীবনের গোপন ছবি ও চিঠিচাপাটি ছাপিয়ে দেওয়া হয় ওই ম্যাগাজিনে।’’

আরও পড়ুন- ঘনিষ্ঠ ছবি ফাঁসের হুমকি জেফকে​

আরও পড়ুন- পৃথিবীর সব থেকে দামি বিচ্ছেদ! ৪.২ লক্ষ কোটি টাকা খোরপোশ দিচ্ছেন আমাজন মালিক​

তবে খাশোগি খুনে যুবরাজ সলমনের জড়িত থাকার অভিযোগ অবশ্য সৌদি সরকারের তরফে অস্বীকার করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE