Advertisement
১১ মে ২০২৪
International News

সমুদ্রের জলও শুষে নিল ভয়াল ইরমা, দেখুন ভিডিও

সমুদ্রসৈকত থেকে ব্লটিং পেপারের মতো শুষে নিয়ে গিয়ে যেন সমুদ্রটাকেই হাপিস করে দিয়েছে। যা অবিশ্বাস্য, দৃশ্যত প্রায় অসম্ভবই, তাকেই সম্ভব করে তুলেছে ইরমা।

বাহামার লং আইল্যান্ডে জল উধাও হয়ে যাওয়া সৈকত।

বাহামার লং আইল্যান্ডে জল উধাও হয়ে যাওয়া সৈকত।

সংবাদ সংস্থা
লং আইল্যান্ড শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭ ১৮:০৭
Share: Save:

হারিকেন ইরমা বাহামার লং আইল্যান্ডে সমুদ্রের চেহারাটাকেই আমূল বদলে দিয়েছে!

সমুদ্রসৈকত থেকে ব্লটিং পেপারের মতো শুষে নিয়ে গিয়ে যেন সমুদ্রটাকেই হাপিস করে দিয়েছে। যা অবিশ্বাস্য, দৃশ্যত প্রায় অসম্ভবই, তাকেই সম্ভব করে তুলেছে ইরমা।

তার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও দেখে বাহামার মানুষই বলছেন, ‘‘এমন যে হতে পারে, ভাবতে পারিনি কোনও দিন। এটাই কি বাহামার লং আইল্যান্ড? এখানে তো সমুদ্রটা অন্য রকম ছিল এত দিন। আর আজ? জলের চিহ্ন মাত্র নেই সেখানে।’’

কী ভাবে ইরমা শুষে নিয়েছে লং আইল্যান্ডের সৈকতের জল, দেখুন ভিডিও

আরও পড়ুন- কী দশা করেছে ভয়াল ইরমা, দেখুন সেই ছবি

আরও পড়ুন- ফ্লোরিডায় আছড়ে পড়ল ইরমা, বাড়ছে ঝড়ের বেগ

আবহবিদরা বলছেন, হারিকেন ইরমার জন্ম সমুদ্রে। তা এতটাই শক্তিশালী আর তার চাপ এতটাই কম যে, সমুদ্রে তার আশপাশের এলাকা থেকে সবটুকু জল তার গর্ভে চলে যাচ্ছে। শনিবার লং আইল্যান্ডে হারিকেন ইরমা বইছিল দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পশ্চিমে। তার ফলে দ্বীপের উত্তর-পশ্চিম দিক থেকে সমুদ্রসৈকতের সবটুকু জল সে সরিয়ে দিয়েছে। যেন ব্লটিং পেপারের মতো কেউ শুষে নিয়েছে সেখানকার জল! এটার কারণ, হারিকেনের গর্ভে চাপ খুব কমে যায় বলে তা আশপাশের বাতাসকেও টেনে নিতে থাকে। তার ফলে বদলে যায় সমুদ্রপৃষ্ঠের চেহারা। তখন আশপাশের এলাকা থেকে জলও টানতে শুরু করে হারিকেনের গর্ভ বা সেন্টার। আর সেই জলটা ইরমা লং আইল্যান্ডের সৈকত থেকে টেনে নিয়েছে। ফলে জল হাপিস হয়ে গিয়েছে লং আইল্যান্ডের সৈকত থেকে। মনে হচ্ছে, যেন কোনও কালেই সেখানে ছিল না কোনও সমুদ্র! তবে ইরমার জোর কমে গেলে ওই জল আবার ফিরে আসবে লং আইল্যান্ডের সৈকতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE