Advertisement
২৪ এপ্রিল ২০২৪

আইএসের হাতে কি ক্রুশবিদ্ধ ভারতীয় যাজক

মিশনারিজ অব চ্যরিটির যাজক টমাস উজুন্নাল্লিলকে ক্রুশে চড়িয়েছে আইএস। আজ এই ‘খবর’ দিলেন ভিয়েনার আর্চবিশপ। তবে ভারতের বিদেশ মন্ত্রক এখনও এই খবরের সত্যতা যাচাই করেনি।

সংবাদ সংস্থা
ভিয়েনা শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ০৩:২১
Share: Save:

মিশনারিজ অব চ্যরিটির যাজক টমাস উজুন্নাল্লিলকে ক্রুশে চড়িয়েছে আইএস। আজ এই ‘খবর’ দিলেন ভিয়েনার আর্চবিশপ। তবে ভারতের বিদেশ মন্ত্রক এখনও এই খবরের সত্যতা যাচাই করেনি।

৪ মার্চ দক্ষিণ ইয়েমেনের আডেনে মিশনারিজ অব চ্যরিটির এক বৃদ্ধাবাসে জঙ্গি হামলা চালায় আইএস জঙ্গিরা। তখনই ৫৬ বছরের এই যাজককে অপহরণ করে‌ছিল তারা। ওই হামলার পর পরই ইন্টারনেটে ওই যাজককে নিয়ে শুরু হয় কানাঘুষো। আইএসের শরিক দক্ষিণ আফ্রিকার একটি জঙ্গিগোষ্ঠীর ফেসবুক পোস্টে প্রথম জানানো হয়, গুড ফ্রাইডের দিন ক্রুশবিদ্ধ করা হবে ভারতীয় যাজককে। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়।

প্রথমে এই নিয়ে কোনও কথাই বলেনি টমাসের পরিবার। তবে গত শুক্রবার বেঙ্গালুরুর এক ক্যাথলিক যাজক ম্যাথু ভালারকোট বলেন, ‘‘৪ মার্চ থেকে টমাস নিখোঁজ। তিনি কোথায় আছেন, তা নিয়ে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। তাঁকে ক্রুশবিদ্ধ করার খবর ছড়িয়েছে ইন্টারনেটে। কিন্তু সেটাও কোনও সূত্রে নিশ্চিত করা যাচ্ছে না। ফলে, আমরা এই গুজব মানছি না।’’

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কানাঘুষো ক্রমশ বাড়তে থাকায় শনিবার এই নিয়ে মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেন, ‘‘ফাদার টম উজুন্নাল্লিল নামে কেরলের নাগরিককে অপহরণ করেছে একটি জঙ্গিগোষ্ঠী। আমরা তাঁকে ছাড়ানোর সব চেষ্টা চালাচ্ছি।’’

তার পর রবিবার রাতে অস্ট্রিয়ার ইস্টার সমাবেশে ভিয়েনার আর্চবিশপ ঘোষণা করেন, ‘‘গুড ফ্রাইডের দিন বেছে নিয়ে নির্মম ভাবে টমাস উজুন্নাল্লিল নামে ওই যাজককে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে পশ্চিম এশিয়ার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট।’’ আর্চবিশপকে উদ্ধৃত করে পশ্চিমের বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। যদিও ভারত সরকার এ দিন রাত পর্যন্ত এই তথ্যের সত্যতা স্বীকার করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian priest IS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE