Advertisement
E-Paper

খতম আইএস প্রধান বাগদাদি, দাবি সিরিয়ার মানবাধিকার সংগঠনের

জুন মাসের মাঝামাঝি এক ইরাকি টিভি চ্যানেল দাবি করে, রমজানের পঞ্চম দিনে রাক্কায় (সিরিয়া) জোট বাহিনীর বিমান হানায় নিহত হয়েছেন আবু বকর আল-বাগদাদি। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকেও এই সম্ভাবনাকেই সমর্থন জানানো হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ২১:৪৮

আইএস সুপ্রিমো আবু বকর আল-বাগদাদি কি নিহত হয়েছেন? সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস-এর ডিরেক্টর রামি আবদেল রহমান অবশ্য এমনই দাবি করেছেন সংবাদ সংস্থা এএফপি’র কাছে। এর আগে আইএস প্রভাবিত আরবি সংবাদ সংস্থা আল-আমাককে উদ্ধৃত করে এমনই দাবি করেছে ইরানের সরকারি সংবাদ মাধ্যমও।

জুন মাসের মাঝামাঝি এক ইরাকি টিভি চ্যানেল দাবি করে, রমজানের পঞ্চম দিনে রাক্কায় (সিরিয়া) জোট বাহিনীর বিমান হানায় নিহত হয়েছেন আবু বকর আল-বাগদাদি। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকেও এই সম্ভাবনাকেই সমর্থন জানানো হয়েছে। যদিও মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দাবিগুলির পক্ষে সমর্থনযোগ্য কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।

২০১৪ সালের ২৯শে জুন আইএসের পক্ষ থেকে আল বাগদাদিকে খলিফা হিসেবে মনোনীত করা হয়েছিল। ১৯৭১ সালে ইরাকের সামারাতে তাঁর জন্ম। পরে ইসলাম বিষয়ে উচ্চশিক্ষার পাঠ চলাকালীন জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়েন বাগদাদি। ইরাক ও সিরিয়ার মাটিতে গণহত্যা, নানা সন্ত্রাসবাদী হামলার নেতৃত্ব দিয়ে প্রবল ত্রাস সৃষ্টি করেন এই আইএস শীর্ষ নেতা। কার্যত তাঁর সময়েই আইএস নিজের শাখা মধ্য এশিয়া ছাড়িয়ে বিস্তার করে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মাটিতেও। এই বাগদাদির সময়কালেই আল কায়দাকে ছাপিয়ে দ্রুত আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রধান গোষ্ঠী হয়ে ওঠে ইসলামিক স্টেট।

আরও পড়ুন: রুশ হানায় আইএস প্রধান আবু বকর নিহত?

ইতিমধ্যেই মসুল ইসলামিক স্টেটের দখলমুক্ত হয়েছে। তার উপর বাগদাদির মৃত্যুর খবর যদি সত্যি হয়, তবে তা আইএস-এর পক্ষে বড়সড় ধাক্কা বলেই মনে করছেন ইরাকি সেনা আধিকারিকরা।

আবু বকর আল বাগদাদি Syrian Observatory for Human Rights Abu Bakr al-Baghdadi Islamic State Pentagon ISIS
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy